চুয়েটে অ্যাসরো কর্তৃক আয়োজিত ইউর ক্যাম্পাসের সম্মেলন অনুষ্ঠিত

জারীন তাসমীন সাবা:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে অ্যাসরো কর্তৃক আয়োজিত “আস্ক ইউর ক্যাম্পাস” শীর্ষক একটি মতবিনিময় ও আলোচনা সভা গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ (বুধবার ) অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সেমিনারে শিক্ষার্থীদের অভিযোগ, পরামর্শ ও মতামত সংগ্রহ করা হয়।

এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ক্যাম্পাসের বিভিন্ন সেবার মানোন্নয়নের জন্য শিক্ষার্থীদের মূল্যবান মতামত সংগ্রহ করা।

উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন ইউর ক্যাম্পাসের সিইও মোঃ মিলজের রহমান । তিনি বলেন, “ইউর ক্যাম্পাস এর পক্ষ থেকে চুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে সরাসরি মতবিনিময়ের এই সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য হলো আপনাদের মতামত, অভিযোগ এবং পরামর্শ শোনা এবং সেই অনুযায়ী আমাদের সেবা, যেমন- ভেন্ডিং মেশিন বা অ্যাপ-চালিত লন্ড্রি স্টেশনের মান উন্নত করা। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। এই প্ল্যাটফর্মটি আয়োজন করার জন্য অ্যাসরোকে কে ধন্যবাদ জানাই, এবং একটি ফলপ্রসূ আলোচনা আশা করছি।”

এতে আরো উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ দপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম। সম্মেলনে তিনি বলেন , “আমি অ্যাসরো এবং ইউর ক্যাম্পাসকে ধন্যবাদ জানাই, শিক্ষার্থীদের মতামত, অভিযোগ এবং পরামর্শ সংগ্রহ করার জন্য এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নে এবং শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই ধরনের সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, এই সেশন থেকে প্রাপ্ত তথ্য এবং সুপারিশগুলো ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে। সবাইকে এই উদ্যোগে অংশগ্রহণের জন্য ধন্যবাদ এবং একটি সফল আলোচনা কামনা করছি। এছাড়াও উক্ত অনুষ্ঠানে তিনি ইলেকট্রিক শাটলের প্রস্তাবনা রাখেন, যেটা ব্যবহার করে মাত্র ৫ টাকায় ক্যাম্পাসের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *