চুয়েটে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা

চুয়েট নিউজ২৪:

প্রতিবছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এবারো ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়োজন করা হয়েছে সরস্বতী পূজার। আজ ৩ ফেব্রুয়ারী (সোমবার) চুয়েট পূজা উৎযাপন পরিষের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বর এলাকায় আয়োজিত হয় এবারের সরস্বতী পূজা।

চুয়েটের সনাতন ধর্মাম্বলী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে আজ পূজার মুল পর্ব অনুষ্ঠিত হয়। তবে মূল আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হলেও গতকাল (২ ফেব্রুয়ারি) রাতে সদরঘাট কালিবাড়ি থেকে প্রতিমা আনার পরই শিক্ষার্থীরা বেশ আনন্দের সাথে মাতৃ-আরাধনায় মেতে ওঠেন। এসময় চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া উক্ত উৎযাপনের প্রস্তুতি পরিদর্শন করেন।

দিনব্যাপী নির্বিঘ্নে ও আনন্দের সাথে চমৎকার আয়োজনে পূজা উৎযাপন করায় আনন্দ প্রকাশ করেন সনাতন ধর্মালম্বী সাধারণ শিক্ষার্থীরা।

চুয়েটের পুরকৌশল বিভাগের ২২ আবর্তের শিক্ষার্থী অনিন্দ্য সরকার অংকন তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি এক শূন্যতার কথাও তুলে ধরে বলেন,”মায়ের পূজা বেশ আনন্দের সাথেই সম্পন্ন হয়েছে। তবে খুব দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশের অন্যতম প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও চুয়েটে সনাতনী শিক্ষার্থীদের জন্য কোনো প্রার্থনা কক্ষ পর্যন্ত নেই। আমাদের ভিসি স্যারের নিকট এই আবেদনটাই থাকবে, যাতে তিনি সনাতনী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কথা বিবেচনা করে যত দ্রুত সম্ভব স্থায়ী মন্দিরের জন্য পদক্ষেপ গ্রহণ করেন। আর চুয়েট পূজা উৎযাপন পরিষদকেও ধন্যবাদ এতো ভালো আয়োজন করার জন্যে।”

এবারের আয়োজন নিয়ে চুয়েট পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিজয় নাথ বলেন, “খুব ভালোভাবে আমরা এবারের পূজা উৎযাপন করতে পেরেছি। এজন্যে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাই। চুয়েট প্রশাসনের সহযোগিতা ও শিক্ষকদের তদারকির পাশাপাশি সবার অক্লান্ত পরিশ্রমেই এতো সুন্দর আয়োজন সম্ভব হয়েছে।

উল্লেখ্য যে, আগামীকাল ৪ ফেব্রুয়ারি প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের সরস্বতী পূজার সমাপ্তি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *