চুয়েটে অনুষ্ঠিত হয় “অ্যা রোডম্যাপ টু সাসটেইনেবল এনার্জি সলিউশন ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনার

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের উদ্যোগে “অ্যা রোডম্যাপ টু সাসটেইনেবল এনার্জি সলিউশন ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ই ফেব্রুয়ারী (বুধবার) সকাল ১১ টায় চুয়েটের একাডেমিক ভবন-২ এর সেমিনার কক্ষে এই সেমিনার আয়োজিত হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এর সাবেক জেনারেল ম্যানেজার প্রকৌশলী মানজেরি খোরশেদ আলম। এতে রিসোর্স পার্সন ছিলেন অস্ট্রেলিয়ার সিকিউ ইউনিভার্সিটির পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো ড. উম্মে মুমতাহিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূর মোহাম্মদ এবং সেমিনার সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক তানহা জামান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, বর্তমান বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন একটি সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। টেকসই উন্নয়নের জন্য দেশের জ্বালানি খাতের বর্তমান অবস্থা এবং আমদানি নির্ভরতার প্রবণতা মোটেই সহায়ক নয়। দ্রুতই আমদানি নির্ভর সমাধান থেকে সরে এসে দেশীয় উৎসনির্ভর সমাধানের পথে যেতে হবে। এক্ষেত্রে জ্বালানি পরিকল্পনায় দেশীয় নির্ভরতা বাড়ানোর পদক্ষেপ নেয়া প্রয়োজন। আমদানিতে অর্থ ব্যয় কমিয়ে দেশীয় উৎস অনুসন্ধান ও উত্তোলনে বিনিয়োগ বাড়াতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা নিরাপদ সমাজ গড়ে দিতে চাই তাহলে অবশ্যই জীবাশ্ম জ্বালানী থেকে বের হয়ে আসতে হবে। ক্রমবর্ধমান চাহিদা পূরণে নবায়নযোগ্য অন্যান্য জ্বালানি খাতের প্রসারে মনোযোগ বাড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *