চুয়েটের স্নাতক পর্যায়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ

আসাদুল্লাহ গালিব:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ (লেভেল-১, টার্ম-১)-এর সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয় গতকাল রবিবার (১৮ জানুয়ারি) ।

এবারের একক ভর্তি পরীক্ষায় মোট আবেদন করেছেন ২২ হাজার ৬৫১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আসনপ্রতি আবেদনকারীর সংখ্যা ২৪ দশমিক ৩ জন।

জানা যায়, আবেদনকারীদের মধ্য হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজী বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ২০,০০০ (বিশ হাজার) জন যোগ্য প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। ভর্তি পরীক্ষা চুয়েট সহ মোট পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যোগ্য প্রার্থীদের তালিকায় প্রার্থীদের রোল নম্বর এবং কেন্দ্র নির্দিষ্ট করে দেওয়া হবে। তবে চুয়েট ব্যতীত অন্যান্য উপকেন্দ্রের প্রার্থীদের আসন উক্ত তালিকায় নির্দিষ্ট করে উল্লেখ থাকবে না।

এ বিষয়ে জানতে চাইলে পুরকৌশল বিভাগের অধ্যাপক সুদীপ কুমার পাল চুয়েটনিউজ২৪ কে বলেন, “এ বছর একক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ভর্তি পরীক্ষার্থীর চাপ বেশি। তাই চুয়েট ছাড়াও আরও চারটি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। উপকেন্দ্রগুলো এখনো চূড়ান্ত করা হয়নি তবে এগুলো চট্টগ্রাম শহরের মধ্যেই নির্ধারণ করা হবে। যোগ্য প্রার্থীর তালিকায় তাদের আসন বিন্যাস উল্লেখিত থাকবে। তবে চুয়েটের বাইরে যাদের আসন থাকবে তাদের ক্ষেত্রে এখনই উপকেন্দ্রের নাম নির্দিষ্ট করে দেওয়া হবে না। সেসব প্রার্থীদের আসন হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন উল্লেখ থাকবে।”

এবারের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের উপর ‘ক’ গ্রুপের জন্য মোট ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের লিখিত এর পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা আগামী ০১ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে এবং উক্ত ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ২২ই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছে ভর্তি কমিটি। চুয়েটে ১২টি বিভাগে সংরক্ষিত ১১টি সহ মোট আসন সংখ্যা ৯৩১টি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *