চুয়েটে কেন্দ্রীয় ইফতার অনুষ্ঠিত

চুয়েট নিউজ২৪ডেস্ক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ ৪ মার্চ (মঙ্গলবার) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) কেন্দ্রীয় ইফতারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ অধিদপ্তর উদ্যাগে এই আয়োজন করা হয়।

প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবারের তৃতীয় রোজায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে একযোগে আয়োজিত হচ্ছে কেন্দ্রীয় ইফতার। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বেশ আমেজ বিরাজ করছে।

বায়োমেডিক্যাল প্রকৌশল বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মো পারভেজ হোসেন বলেন, আমি যখন বাড়িতে থাকতাম, তখন রমজানের সময় পরিবারের সবার মিলে ইফতার করার মজাই ছিল অন্যরকম। মায়ের হাতের ইফতারি খেতাম আনন্দের সাথে। কিন্তু এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকার কারণে সে আনন্দ মিস করি। আজ ছাত্র কল্যাণ অধিদপ্তর কর্তৃক ইফতারের আয়োজনটি বাড়িতে থাকার সেই আনন্দের অনুভূতি কিছুটা ফিরিয়ে এনেছে। এ আয়োজনের জন্য হল কর্তৃপক্ষকে ধন্যবাদ।

নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আদিবা তাসনিম বলেন, আয়োজনটির মাধ্যমে একটি অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে। এখানে হলের শিক্ষার্থীরা একসাথে বসে ইফতার করে একটি পারিবারিক অনুভূতি পেয়েছি। এই ধরনের আয়োজন সম্প্রীতি এবং বন্ধুত্ব আরো শক্তিশালী করে।

এ বিষয়ে ছাত্র কল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম চুয়েটনিউজ২৪-কে বলেন, প্রতি বছরের মতো এবারও চুয়েটে ইফতারের আয়োজন করা হয়েছে। গত বছর থেকে আমরা চেষ্টা করছি সব হলের অংশগ্রহণে ইফতার মাহফিলের আয়োজনের। প্রতিটি হলের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে প্রতিবছরই ইফতার মাহফিলগুলো সফলভাবে সম্পন্ন হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *