ইপসিতা জাহান সুমাঃ
পাঠ্যপুস্তকের পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠের বাস্তব অভিজ্ঞতা নিতে এবং প্রায়োগিক জ্ঞান অর্জনের নিমিত্তে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে গত ২৫ মে (শনিবার) এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড-এ ইন্ডাস্ট্রিয়াল ভিজিট অনুষ্ঠিত হয়েছে।
তিন ধাপে আয়োজিত ভ্রমণের প্রতি ধাপে যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের (২০ব্যাচ) প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদানের জন্য তাদের সাথে ছিলেন যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক রাধেশ্যাম নাথ যিশু এবং একই বিভাগের প্রভাষক হৃদয় মাছুম মিরাজ।
উক্ত ভ্রমণে শিক্ষার্থীরা শিল্পকারখানা পরিচালনা, রক্ষণাবেক্ষণ, মান নিয়ন্ত্রণ, বায়ু ও পানি দূষণ প্রতিরোধ ব্যাবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা প্রায়োগিক বিষয়ের জ্ঞান অর্জন করে।
চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজেশ লালা বলেন, একবিংশ শতাব্দীতে এসে আমরা যদি খালি বইপোকা হয়ে থাকি তাহলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। তার জন্য প্রয়োজন ব্যবহারিক দক্ষতা ও জ্ঞান। যা শিল্প-প্রতিষ্ঠান ভ্রমণের মাধ্যমেই সম্ভব। তাই আমি মনে করি এ ধরণের আয়োজন আরো বেশি বেশি প্রয়োজন।
এই ব্যাপারে যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক হৃদয় মাছুম মিরাজ বলেন, মান সম্মত প্রকৌশলী তৈরি করার ক্ষেত্রে শ্রেনিকক্ষের তাত্ত্বিকজ্ঞানের পাশাপাশি ইন্ডাস্টিয়াল ট্যুরের বিকল্প নেই। এর ফলে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ কর্মপরিবেশ, আধুনিক টেকনোলজি এবং ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের সাথে নেটওয়ার্ক তৈরি করতে সক্ষম হবে।
যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড.মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট একজন প্রকৌশল শিক্ষার্থীর পড়াশোনার এক আবশ্যিক অংশ। মূলত দ্বিতীয় বর্ষ হতে এটা করানো খুব দরকারী হলেও বিভিন্ন যৌক্তিক কারণে তা এতোদিন করা সম্ভব হয়ে উঠেনি৷ প্রকৌশল পড়াশোনার ব্যবহারিক প্রয়োগ ও তা সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করতেই এস আলম স্টিলের সাথে মিলে আমাদের এ ভিজিটের আয়োজন করা হয়৷ যেখানে শিক্ষার্থীরা প্রোডাকশন প্রসেস এর নানাবিধ ব্যবহারিক জ্ঞান ও যন্ত্র পর্যবেক্ষণ করার সুযোগ পেয়ে থাকে। ভবিষ্যতেও এমন ট্যুরের আয়োজন এর মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ব্যবহারিক জ্ঞান আরও উন্নত করার সুযোগ করে দেওয়া হবে।