চুয়েটের ভর্তি পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ ট্রাফিক নির্দেশনা

আসাদুল্লাহ গালিবঃ

আগামী ০১ ফেব্রুয়ারী (শনিবার) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্স লেভেল-১ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চট্টগ্রাম শহরের জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ( সিএমপি ) ট্রাফিক দক্ষিণ বিভাগ চট্টগ্রাম শহরের বিভিন্ন রুটে যান চলাচল সংক্রান্ত তথ্য জানিয়েছে।

যেসব সড়কে যান চলাচল সচল থাকবে –

চট্টগ্রামের জামালখান রোড, লালচাঁদ রোড এবং সিরাজউদ্দৌলা রোডসহ আলী‌‌‍‍‍‌‌‍‍খাঁ মোড়, তেলিপট্টি মোড়, গুলজার মোড়, চক সুপার মার্কেট ও গুলজার মোড় সংলগ্ন সড়ক সমূহ।

যেসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে-

কলেজ রোড এবং প্যারেড গ্রাউন্ডের পার্শ্ববর্তী সড়কে বন্ধ থাকবে যান চলাচল।

উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মোট যোগ্য প্রার্থীর ২০ হাজার ১২২ জন। পরীক্ষাটি একক পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ায় ভর্তি পরীক্ষার্থীর চাপ বেশি থাকবে। চুয়েট ছাড়াও আরো চারটি উপকেন্দ্রে চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, কাজেম আলী স্কুল এন্ড কলেজ ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *