কিউএস বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিং: তৃতীয়বার স্থান পেল চুয়েটের পিএমই  বিভাগ

 ফাহিম রেজা:

বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ কিউএস র‍্যাঙ্কিং এ তৃতীয় বারের মতো জায়গা করে নিয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)। সম্প্রতি প্রকাশিত সংস্থাটির সর্বশেষ র‍্যাঙ্কিং ( কিউ এস র‍্যাঙ্কিং-২০২৫)-এ পেট্রোলিয়াম প্রকৌশল ক্যাটাগরিতে বিশ্বে ১০৪ তম  স্থান অর্জন করে চুয়েটের পেট্রোলিয়াম এন্ড মাইনিং প্রকৌশল (পিএমই) বিভাগ। 

বিষয় ভিত্তিক কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের ২০২৫ সংস্করণে পাঁচটি বিস্তৃত বিষয়ের ক্ষেত্রে ৫৫টি পৃথক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এই বছর মোট ১৭১টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে এই র‍্যাঙ্কিংয়ে । প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের অধীন পেট্রোলিয়াম  প্রকৌশল ক্যাটাগরিতে ১৭৬টি র‌্যাঙ্কিংপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুয়েট ১০১-১৫০ ব্র্যাকেটে স্থান পেয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালে চুয়েটের যন্ত্রকৌশল অনুষদের অধীনে পিএমই বিভাগ চালু হয়। বর্তমানে ১২ জন অভিজ্ঞ শিক্ষকের তত্ত্বাবধানে চলছে বিভাগটির পাঠ দান। বিভাগটি খনিজ সম্পদ প্রকৌশলে স্নাতক ডিগ্রি প্রদান করে আসছে। প্রতিবছর এই বিভাগে মোট ৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়।

বিভাগের এই সাফল্যের ব্যাপারে পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটনিউজকে বলেন, চুয়েট পিএমই বিভাগের এই অসাধারণ সাফল্য সত্যিই গর্বের। শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার একান্ত প্রচেষ্টায় বিভাগটি গবেষণা ও একাডেমিক উৎকর্ষতায় শীর্ষস্থান ধরে রেখেছে। বিভাগের এই অগ্রযাত্রায় নানান বহুমুখী উদ্যোগ ইতিমধ্যেই নেয়া হয়েছে এবং আরো কিছু পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে যাতে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় কিছু অর্জন করতে পারে।

উল্লেখ্য,  চুয়েট সহ  বাংলাদেশের মোট সাতটি বিশ্ববিদ্যালয় (ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) , ব্র্যাক বিশ্ববিদ্যালয় , নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় , ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ বছরের ৫৫টি পৃথক বিষয়ের মধ্যে ১২ টিতে র‍্যাঙ্কিংয়ে তালিকাভুক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *