চুয়েট এএসসিই’র নতুন নেতৃত্বে মুরাদ ও আশিক

চুয়েটনিউজ ২৪ ডেস্কঃ

পুরকৌশল সম্পর্কিত আন্তর্জাতিক পেশাজীবী সংগঠন আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ারসের (এএসসিই) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ গঠিত হয়েছে। 

উক্ত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের (১৯-ব্যাচ) শিক্ষার্থী গোলাম মুরাদ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ৪র্থ বর্ষের (১৯-ব্যাচ) শিক্ষার্থী আশিক আহমেদ খান।

গত ২১ মে (মঙ্গলবার) সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, এএসসিই বাংলাদেশ সেকশনের সভাপতি ইঞ্জিনিয়ার দিদারুল আলম, চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার।

অতিথিবৃন্দের বক্তব্যের পর, পূর্বে অনুষ্ঠিত হওয়া সংঠনটির দুটি প্রতিযোগিতার (Daniel W. Mead Prize ও  Envision 1.0) বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। এসময় সংগঠনটির বিদায়ী কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং  ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও বরণ করে নেওয়া হয়।

উল্লেখ্য, সমিতির অন্যান্য সদস্যরা হলেন মোঃ রেজাউল হক তানভীর (সহ সভাপতি), ফারজিয়া আহমেদ রাফা (সহ-সভাপতি) , রেহনুমা রাহিম (অর্থ সম্পাদক )।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *