এএসএমই চুয়েটের “সেকশন এচিভমেন্ট এওয়ার্ড” জয়

ফাইয়াজ মুহাম্মদ কৌশিকঃ

আন্তর্জাতিক পেশাজীবী সংগঠন আমেরিকান সোসাইটি অফ মেকানিকাল ইঞ্জিনিয়ার্স (এএসএমই),চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চ্যাপ্টার সম্প্রতি এএসএমই’র “সেকশন এভিভমেন্ট এওয়ার্ড ” জয় করেছে। চুয়েটনিউজ২৪ কে বিষয়টি কে নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি মো: ফাহিম হোসাইন।।

বিশ্বজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল অনুষদ সমূহের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এএসএমই স্টুডেন্ট চ্যাপ্টারগুলি। তারই অংশ হিসেবে তিন বছর আগে প্রতিষ্ঠা পায় এএসএমই চুয়েট চ্যাপ্টার। প্রতিষ্ঠার শুরু থেকেই অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে এ সংগঠন। এরই ধারাবাহিকতায় বছর জূড়ে তাদের কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরুপ অর্জন করেছে “সেকশন এচিভমেন্ট এওয়ার্ড”।

এ ব্যাপারে সংগঠনের সভাপতি মো: ফাহিম হোসাইন বলেন, এএসএমই চুয়েট চ্যাপ্টারের জন্য এটা অনেক বড় অর্জন। গত এক বছর আমরা যেসব উদ্যোগ নিয়েছিলাম সংগঠনটির পক্ষ থেকে, এটা তার স্বীকৃতি।  এমন অর্জনে আমরা অবশ্যই অনেক খুশি। ভবিষ্যতে যারা আসবে, তারা এ থেকে অনুপ্রেরণা নিবে এবং আশা করি তারা আরও এগিয়ে যাবে।

সংঠনটির অনুষদ উপদেষ্টা, অধ্যাপক ড.সজল চন্দ্র বণিক বলেন, এএসএমই চুয়েট চ্যাপ্টার নতুন সংগঠন হলেও, আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ ও কর্মকান্ডের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান করেছি যেগুলো শিক্ষার্থীদের ভবিষ্যতে একাডেমিক ও প্রফেশনাল কাজে ভূমিকা রাখবে। উক্ত কর্মকান্ড গুলো আমরা কেন্দ্রে প্রেরণ করেছি। এরই স্বীকৃতি স্বরুপ এই পুরস্কার অর্জন করা সম্ভব হয়েছে। এতে আমরা খুবই আনন্দিত।

জানা যায়, বিগত এক বছরে সংগঠনটির পক্ষ থেকে শিক্ষার্থীদের দক্ষতা ও মান-উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। চুয়েট ক্যাফে ৩.০, সেন্ট্রোয়েড ৩.০, মেকানোভাইব ২১ এর আয়োজন এর মধ্যে অন্যতম। এছাড়াও বাংলাদেশে প্রথমবারের মত তারা আয়োজন করে ইঞ্জিনিয়ারিং ফেস্ট। যেখানে এনভারনমেন্টাল কেস কম্পিটিশন ছাড়াও ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং লিডারশীপ ও ইঞ্জিনিয়ারিং টু এন্টারপ্রেনারশিপ সেশনেরও ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *