জেরিন সুলতানাঃ
যে কোন শিক্ষা পরিপূর্ণ করতে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অর্জন প্রয়োজন, বিশেষ করে নগর ও অঞ্চল পরিকল্পনা মত জনমানুষের এর সাথে সম্পৃক্ত শিক্ষা এর জন্য তা খুবই জরুরী। এই মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অর্জনে শিক্ষা সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এরই লক্ষ্যে গত ২২ থেকে ২৪ জুলাই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থীরা কক্সবাজার পৌরসভা ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অফিস ও তাদের চলমান উন্নয়ন কর্মকান্ড সমূহ পরিদর্শন করে।
কক্সবাজার পৌরসভা এর সাথে শিক্ষার্থীদের এই সৌজন্য সাক্ষাৎ ২৩ জুলাই দুপুর ১২টায় ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রাম চাকমা ও সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া কক্সবাজার পৌরসভার আওতাধীন উন্নয়ন ও পরিকল্পনা কর্মকান্ড সম্পর্কে ছাত্রছাত্রীদের বিস্তারিত বিবরন তুলে ধরেন। পৌরসভার বাজেট, উন্নয়ন ও সেবা সমূহ সম্পর্কে ধারনা দেন।
একই দিন বিকাল ৫ টায় শিক্ষার্থীরা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অফিস পরিদর্শন করে। এতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর (অব:) মোহাম্মদ নুরুল আবছার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়ন ও পরিকল্পনা কর্মকান্ড সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন এবং শিক্ষার্থীদের প্রশ্ন-উত্তরের মাধ্যমে কক্সবাজারে ভ্রমণপিয়াসুদের আরও আকৃষ্ট করতে বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন। তিনি জানান অতি দ্রুত কক্সবাজার এর মূল নকশা এর কাজ শুরু হতে যাচ্ছে। এর মাধ্যমে কক্সবাজার আগামীতে একটি উন্নয়ন শহরে পরিণত হবে, যা বিশ্বের যে কোন পর্যটন শহরের ন্যায় মানুষ কে আকর্ষণ করবে। এতে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মানে পরিকল্পনার দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। এ কাজে নগর পরিকল্পনাবিদগনের সহায়তা সবচেয়ে বেশি বলে তিনি জানান। তিনি এই পরিকল্পনার সাথে সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার নির্ভরতা নিয়ে বিশদ আলোচনা করেন। এসময় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিকল্পনা প্রনয়নের প্রকল্প পরিচালক জনাব তানভির সহ পরিকল্পনা শাখার কর্মকর্তাবৃন্দগন উপস্থিত ছিলেন।
২৪ জুলাই সকালে শিক্ষার্থীরা কক্সবাজারের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে সেখানকার মানুষদের সাথে মত বিনিময় করেন। তাদের বিভিন্ন চাহিদা ও সরকারের উন্নয়ন কর্মকান্ড সমূহের বিষয়ে জরিপ করে।
এই শিক্ষা সফরে শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ জালাল মিশুক এবং সহকারী অধ্যাপক মোহম্মদ কামরুল ইসলাম।
শিক্ষা সফর সম্পর্কে ইউআরপি বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান জিহাদ জানান, “জ্ঞান আহরণের জন্য মাঠ পর্যায়ে শিক্ষা গ্রহণ অতি জরুরি। ইউআরপি বিভাগের আয়োজনে মাঠ পর্যায়ের এই কোর্স আমাদেরকে ভবিষ্যৎ কর্মক্ষেত্র সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে সহযোগীতা করবে। “
চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এর সার্বিক সহায়তা ও ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান এর দিক নির্দেশনায় এ মাঠ পর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। আশা করা যায় এ সফরের অর্জিত অভিজ্ঞতা আগামীতে ছাত্র ছাত্রীরা তাদের পেশাগত জীবনে কাজে লাগিয়ে পরিকল্পিত বাংলাদেশ গড়তে অগ্রনী ভূমিকা পালন করবে।