আজ থেকে শুরু হলো চুয়েটের গণিত বিভাগের আন্তর্জাতিক সম্মেলন 

মো: ফাহিম রেজা:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গণিত বিভাগের উদ্যোগে ৩য় বারের মতো আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। আজ ০৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ২০২৪ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটর মিলনায়তনে “ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ম্যাথমেটিকাল অ্যানালাইসিস এন্ড অ্যাপ্লিকেশন ইন মডেলিং” শীর্ষক শিরোনামে  এইবারের সম্মেলনটির উদ্ভোদন করা হয়। তিনদিনব্যাপি এই সম্মেলন প্রতিপাদ্য হচ্ছে “Applications of Mathematics for a sustainable world.”

জানা যায়, সম্মেলনটি ০৫ ডিসেম্বর থেকে ০৭ ডিসেম্বর পর্যন্ত টানা তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন এবং অনলাইনে যুক্ত ছিলেন স্প্রিনজার ন্যাচার এর এক্সিকিউটিভ এডিটর জনাব মোহাম্মদ শামীম আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফারেন্স সভাপতি ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহ আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন সেক্রেটারি ও গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণিত বিভাগের পিএইচডি স্টুডেন্ট জনাব শিপন চন্দ্র দেবনাথ ও তানিয়া নূর।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, “গণিত মৌলিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ। জীবনের প্রতিটা ক্ষেত্রে জ্ঞাতে-অজ্ঞাতে আমরা গণিতের দ্বারস্থ হচ্ছি। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তির অগ্রসরতার পেছনে রয়েছে গণিতের অবদান। গণিত  ব্যবহারের মাধ্যমে আমাদের প্রাত্যহিক জীবনের কাজ-কর্মগুলো সারতে হয়।  গণিতের নিজস্ব ভাষাটি বুঝতে পারলে অনেক জটিল বিষয়ে সমাধান করা যায় সহজে, ব্যাখ্যা বিশ্লেষণ করে উন্নয়ন করা সম্ভব। গণিতকে আমরা বহুমুখী কাজে ব্যবহার করতে পারি। আরো সহজ ও গণমুখী করতে পারি। বিশেষ করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং সামাজিক ভারসাম্য তৈরিতে কাজে লাগাতে পারি। বর্তমান সময়ে গণিতবিদ, গবেষক, শিক্ষক, শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক কনফারেন্স অত্যন্ত সময়োপযোগী। এই কনফারেন্স থেকে প্রাপ্ত ফলাফল ভবিষ্যৎ বিশ্বের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি বিশ্বাস করি।”

আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জার্মানী, চেক রিপাবলিক, ভারত, ব্রাজিল, নেপালসহ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, বিজ্ঞানী, গবেষক, স্কলারস, নীতি নির্ধারকগণ অংশ নেবেন। এতে ৮ টি কি-নোট, প্ল্যানারী প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে। আন্তর্জাতিক এই কনফারেন্সে বাইরের বিভিন্ন দেশ থেকে ২৫০টি রিসার্চ পেপার জমা পড়ে এবং ১২৫টি গৃহীত হয়।

উক্ত কনফারেন্সটিতে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে সহযোগিতায় থাকবে বাংলাদেশ সোসাইটি ফর ম্যাথমেটিক্যাল বায়োলজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *