
নিজস্ব প্রতিবেদক
জানালী হাট থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পর্যন্ত রেললাইন সম্প্রসারণের প্রাথমিক পর্যায়ের জরিপ ও সমীক্ষা শুরু হয়েছে। আজ বুধবার এ প্রক্রিয়ার একটি প্রতিনিধি দল চুয়েট উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেন । এ প্রতিনিধি দলে ছিলেন ইকোসার্ভের ব্যবস্থপনা পরিচালক মো. শামসুল আলম, ব্যস্থাপক মো: জহির হোসাইন, বাংলাদেশ রেলওয়ে সহকারী প্রকৌশলী মো. আব্দুল লতিফ, এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. কামাল উদ্দিন , স্থানীয় পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দীন,পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: নুরুন নবী প্রমুখ । এছাড়াও চুয়েটের রেজিস্ট্রার অদ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
চুয়েট ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের জন্য নিত্যদিনের যাতায়াতের ব্যবস্থা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। প্রতিদিন বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এ পথে যাতায়াত করলেও এই বিশ্ববিদ্যালয়ের অবস্থানগত কারণে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ও গুরুত্বের কারণে চট্টগ্রাম শহর সংলগ্ন কাপ্তাই রাস্তার মাথাস্থ জানালী হাট থেকে চুয়েট ক্যম্পাস পর্যন্ত আনুমানিক ১৫ কি. মি. রেললাইন সম্প্রসারণ অপরিহার্য হয়ে পড়ে।
উপরোক্ত অভিমত ব্যক্ত করে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম গতবছর ২৪ নভেম্বর রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির মাননীয় চেয়ারম্যান এবং চট্টগ্রাম-৬ রাউজান আসনের মাননীয় এমপি এ.বি.এম. ফজলে করিম চৌধুরী মহোদয়ের নিকট বিশেষ অনুরোধ জানিয়ে একটি পত্র প্রদান করেন। পরবর্তীতে বহুল প্রত্যাশিত রেললাইন স্থাপনের জন্য গতবছর ২৮ ডিসম্বের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৭ম বৈঠকে সিদ্ধান্ত হয়। এরই সূত্র ধরে বর্তমানে উক্ত রেললাইন স্থাপনের নিমিত্তে প্রাথমিক কার্যক্রম এগিয়ে চলছে।
তারিখ-11.3.2015