উচ্চশিক্ষার জন্য নরওয়ে যাচ্ছেন চুয়েটের আট শিক্ষার্থী

চুয়েটনিউজ২৪ডেস্ক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত চলমান কেয়ার প্রকল্পের আওতায় ভিন্ন মেয়াদে নরওয়ে যাচ্ছেন চুয়েটের আট শিক্ষার্থী। এ উপলক্ষে আজ রবিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও কেয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ এবং ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন, “চুয়েটের শিক্ষার্থীরা নরওয়ের মতো উন্নত দেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়ায় আমরা গর্বিত। এই অর্জন তাদের মেধা, পরিশ্রম ও চুয়েটের মানসম্মত শিক্ষারই প্রমাণ। আশা করি তারা দেশ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বিদেশে তুলে ধরবে এবং ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রকল্প পরিচলক এবং পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইন্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত সায়েম বলেন, “নরওয়েতে পড়াশোনা করতে যাওয়াটা চুয়েট শিক্ষার্থীদের জন্য একটা বড় সুযোগ। এর ফলে তারা ভবিষ্যতে তাদের ক্যারিয়ারে পিএইচডি কিংবা চাকরি যাইই করুক, এই ডিগ্রীটা ভালো ভূমিকা রাখবে। ইতোমধ্যে পূর্বে আমাদের চুয়েট থেকে নরওয়েতে পড়তে যাওয়া পাঁচজন শিক্ষার্থী এখন লেকচারার হিসেবে চাকরি করছেন। এছাড়া পিএইচডি অফার পেয়েছেন আরও তিনজন।”

যন্ত্রকৌশল বিভাগের বিদায়ী বর্ষের শিক্ষার্থী মো: মেহেদী হাসান ছাব্বী জানান, “”নরওয়েতে মাস্টার্স ‘ এ সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত। বি.এস.সি শেষ করার আগেই হাতে মাস্টার্স এর অফার লেটার ছিলো, তাও আবার ফুল ফান্ডেড, যা অনেকটা স্বপ্নের মতো, তা একমাত্র আল্লাহ তা’য়ালা এর অশেষ রহমতে সম্ভব হয়েছিল। আর পুরো জার্নিতেই আমার বাবা-মা, তুরিন, ভাইয়া, প্রফেসর সায়েম স্যার এবং সুপারভাইজার আরাফাত রানা স্যার অনেক সহায়তা করেছে ও অনেক অবদান ছিলো, আমি তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ।”

কেয়ার প্রকল্পের আওতায় এর আগে মোট ২৬ জন শিক্ষার্থী নরওয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। এবার পাঁচ মাস মেয়াদী মাস্টার্স কোর্সে যাচ্ছেন পাঁচজন এবং দুই বছর মেয়াদী মাস্টার্স কোর্সে যাচ্ছেন তিনজন শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *