চুয়েট অটোমোটিভ এন্ড মোবিলিটি সোসাইটির নতুন নেতৃত্বে জায়েদ ও তানভীর 

মোহাম্মদ ইয়াসির আফনান

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর যন্ত্রকৌশল সম্পর্কিত জ্ঞান চর্চা ও প্রযুক্তি উদ্ভাবন বিষয়ক সংগঠন চুয়েট অটোমোটিভ এন্ড মোবিলিটি সোসাইটির(সিএএমএস) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২০২৫-২৬ সেশনের নতুন কমিটির সভাপতি মোঃ নূর এ মাহমুদ জায়েদ এবং সাধারণ সম্পাদক   তানভীর ফয়সাল

 গত ৩১ জুলাই (বৃহস্পতিবার) যন্ত্রকৌশলের সেমিনার কক্ষে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ এবং একই বিভাগের প্রভাষক ও সংগঠনের মডারেটর প্রতীক চন্দ্র ঘোষ।

সংগঠনটির নব নির্বাচিত সভাপতি মোঃ নূর এ মাহমুদ জায়েদ উচ্ছাস প্রকাশ করে বলেন,”একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর স্বপ্ন থাকে একটি গাড়ি বানানো। সেই স্বপ্নকে বাস্তবতার কাছাকাছি নিয়ে যেতে, আমরা শিক্ষার্থীদের অটোমোবাইল সেক্টরে বাস্তব জ্ঞান দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করব। এই উদ্দেশ্যে ইন্ডাস্ট্রি কল্যাব, ওয়ার্কশপ ও প্রতিযোগিতার আয়োজন করা হবে।

তিনি আরো বলেন ,‘বিজয় ৭১’ টিমকে আরও সুসংগঠিতভাবে কাজ করার সুযোগ এবং প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে।

আমাদের লক্ষ্য, আন্তর্জাতিক Formula Student প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া এবং সেখানেও দেশের প্রতিনিধিত্ব করা।”

এছাড়া একই দিন ফর্মুলা রেসিং টিম “বিজয় ৭১” এর কমিটি ঘোষণা করা হয়। যার  চীফ এক্সিকিউটিভ অফিসার হলেন তানভীর ফয়সাল এবং চীফ টেকনিকাল অফিসার হলেন আলিফ মাহমুদ নাফি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *