সংবর্ত’১৭ এর শিক্ষা সমাপনী অনুষ্ঠানের সূচনা আজ

সাঈদ চৌধুরীঃ

দীর্ঘ সময় পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( চুয়েট) ক্যাম্পাসে আবারও শেষবর্ষের শিক্ষার্থীরা তাদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।

২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সেটির সূচনা হিসেবে ক্যাম্পাসে করছেন নানা আয়োজন। রাতভর “সংবর্ত’১৭” দেয়াল তৈরী করা কিংবা মশাল তৈরীর কাজ।আনন্দমুখর এক পরিবেশে যেন চলছে সব আয়োজন। আজ বিকেল ৩টায় সূচনা অনুষ্ঠানের উদ্বোধন করবেন ছাত্রকল্যাণ পরিচালক রেজাউল করিম।

সূচনাপর্বে থাকছে ফ্ল্যাশমব, আতশবাজি ও কন্সার্ট। কন্সার্ট মাতাবেন জনপ্রিয় ব্যান্ড বে অফ বেঙ্গল এবং কার্নিভাল।

এবারের অনুষ্ঠান পরিচালনা কমিটিতে ১০জন শিক্ষকের সমন্বয়ে গঠিত এডভাইজর প্যানেল থাকছেন। অনুষ্ঠানের আহবায়ক ‘১৭ ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান আবির। এছাড়া প্রতিটি হল থেকে থাকছে যুগ্ন আহবায়ক।শেখ রাসেল হল থেকে ফারদিন খান রাফিন ও ওবাইদুল হাসান শুভ, ড. কুদরত এ খুদা হল থেকে আবিদ হোসাইন, শহীদ মোহাম্মদ শাহ হল থেকে নাহিদ ফেরদৌস প্রিয়ম, বঙ্গবন্ধু হল থেকে সাকিফ উদ্দিন খান, শামসেন্নাহার খান হল থেকে মাহরুখা রুবাইয়াত। অর্থ সম্পাদক হিসেবে আছেন মেহেদী হাসান শাকিল।এছাড়াও দায়িত্বে থাকছে অর্থ, প্রকাশনা, স্পন্সর, কালচারাল প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফটোগ্রাফি, গ্রাফিকস কমিটি।

আবির চুয়েটনিউজ২৪ কে জানান, মশাল মিছিলের মাধ্যমে আমরা শিক্ষা সমাপনী উৎসবের সূচনা করতে যাচ্ছি। মশাল মিছিলে ফ্ল্যাশমব, মশাল নিয়ে সমবেত হওয়া, আতশবাজি, কনসার্টের আয়োজন করা হয়েছে। চুয়েট প্রশাসনের আন্তরিক সহযোগিতা ছাড়া মশাল মিছিল আয়োজন করা সম্ভব ছিল না। আশা করি উক্ত অনুষ্ঠানটি সকলে উপভোগ করবে।

শিক্ষা সমাপনী অনুষ্ঠানের মূল পর্বের তারিখ এখনো চূড়ান্ত হয় নি।তবে সম্ভাব্য তারিখ ২৬-২৮ জানুয়ারি।পুরো প্রোগ্রামে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা ও চুয়েটনিউজ২৪.কম, কালার পার্টনার বার্জার পেইন্টস, বেভারেজ পার্টনার অ্যারাবিকা কফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *