আজহারুল ইসলাম:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে । গত ১৮ মার্চ চুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৫৫ টি স্কুলের ১২০০ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড.মো: জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম ও বিশিষ্ট লেখক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল।
প্রোগ্রামিং প্রতিযোগিতা শেষে চুয়েট কেন্দ্রীয় মিলনায়তনে কুইজ প্রতিযোগিতা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক লেখক মুনির হাসান। প্রধান অতিথির বক্তব্যে চুয়েট উপাচার্য বলেন , আজকের ছেলে মেয়েরা আগামী দিনে বাংলাদেশকে পথ দেখাবে । এ ধরনের প্রতিযোগিতা বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল তাঁর বক্তব্যে বলেন , এখানে স্কুল পর্যায়ে যে ছাত্র-ছাত্রীরা অংশ নিচ্ছে আগামী দিনে তারাই তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন সহউপাচার্য মোহাম্মদ রফিকুল আলম, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক লেখক মুনির হাসান, ডাক টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের নিয়ন্ত্রক (যুগ্মসচিব) আবুল মনসুর মোহাম্মদ সারফ্ উদ্দিন, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সহকারী সচিব আর. এইচ. এম. আলাউল কবির, চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেবমময় দেওয়ান, মুঠোফোন কোম্পানি রবি’র আঞ্চলিক ব্যবস্থাপক এস. এম. জাহিদুল ইসলাম এবং চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ মশিউল হক। প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে ২৬ জন এবং কুইজ প্রতিযোগিতায় ৭৬ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

তারিখ: ২০.৩.২০১৬