চুয়েটে শেষ হল আন্তঃহল ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতা

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বার্ষিক আন্তঃহল ঘরোয়া ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। গত ২৩ মার্চ বুধবার রাতে চুয়েটের আবাসিক হলগুলোতে এ আসরের টেবিল টেনিস, দাবা ও ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
এবারের আসরে দ্বৈত টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হয়েছেন কুদরত-ই-খুদা হলের মো. আকিব হাসান বসুনিয়া ও মুবিনুর রহমান এবং রানার আপ হয়েছেন শহীদ মো. শাহ্ হলের কায়সার মোস্তাফিজ ও মারুফ। একক টেবিল টেনিসেও মো. আকিব হাসান বসুনিয়া চ্যাম্পিয়ন হন এবং এতে রানার আপ হয়েছেন বঙ্গবন্ধু হলের সাকিব তাসকিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন ইনজামামুল ইসলাম এবং রানার আপ হয়েছেন মিজানুর রহমান। তাঁরা উভয়েই শহীদ মো. শাহ্ হলের আবাসিক শিক্ষার্থী। এদিকে দ্বৈত ক্যারামে শাহ্ হলের মো. মেহেদি হাসান ও মো. মনিরুজ্জামান একই হলের মো. আলমগীর হোসাইন ও রাজেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। একক ক্যারামেও শাহ্ হলের মো. চ্যাম্পিয়ন হন মেহেদি হাসান। এতে রানার আপ হয়েছেন একই হলের মো. আলমগীর হোসাইন।

তারিখ: ২৫.৩.১৬