নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরা আশেপাশের এলাকার শব্দ দূষণে অতিষ্ট হয়ে পড়েছেন। আবাসিক হলটি রাস্তার পাশে হওয়াতে সবসময়কার গাড়ির হর্নের সাথে এবার যোগ দিয়েছে সম্প্রতিকালের পাহাড়তলী এলাকার মাইকের আওয়াজ । বিয়ে ,ওয়াজ-মাহফিল,ওরশ,মেলার নামে চলছে তীব্র শব্দ দূষণ । শুধু মাত্র পার্শ্ববর্তী পাহাড়তলী ,গৌরীশঙ্করহাটের নয় দূরবর্তী এলাকার অনুষ্ঠানগুলোর মাইক পৌঁছে যাচ্ছে চুয়েট গেইটের সামনে। আর রাতভর হিন্দি গানের সাথে হৈ হূল্লোরের শব্দ এখন বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী নিত্যদিনের সঙ্গী।
সবচাইতে দূর্ভোগ পোহাতে হচ্ছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে। বেশিরভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী থাকছেন গণরুমে। এসব গণরুমে একসাথে প্রায় পঁচিশ-ত্রিশ জন করে শিক্ষার্থী থাকেন। তাই অন্যসব সমস্যার সাথে উচ্চশব্দ দূষণের ফলে থাকছে না কেনো পড়াশুনার পরিবেশ। পরীক্ষা, ক্লাস টেস্ট, কুইজ ভাইবার মত উচ্চশব্দের সাথে পাল্লা দিয়ে পড়ায় মনোযোগ দেয়াটাও এখন আরেক ধরনের পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এতে করে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশুনা। এমনকি রাতে ঘুমানোও মাঝে মাঝে অসম্ভব হয়ে পড়েছে । শিক্ষার্থীদের এই সমস্যা সমাধানের ব্যাপারে হল কর্তৃপক্ষের তৎপরতা চোখে পড়ার মত নয়।এ ব্যাপারে বঙ্গবন্ধু হলের প্রধান প্রভোস্ট কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মসিউল হক বলেন, এই সমস্যার কথা আমরা জেনেছি এবং আমারা হলের পক্ষে থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করবো। শিক্ষার্থীদের সাথে কথা বলে তারা জানান, অন্তত বিশ্ববিদ্যালয় সীমানার একটু দূরে মাইক স্থাপনের ব্যবস্থা নিলে এই সমস্যা অনেকাংশে কমে আসবে । তারা আরো বলেন, হলের সব শিক্ষার্থীই এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান চান।
তারিখ- 22.2.2015
