চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত মঙ্গলবার ২৬ মে সামাজিক মিথস্ক্রিয়া ভিত্তিক রোবোটিক বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চুয়েটের কম্পিউটারকৌশল বিভাগের উদ্যোগে পুরকৌশল ভবনের সেমিনার কক্ষে ”Robotic Systems Based on Sociological Interaction Analysis” শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মতিন ভূঁইয়া এবং এতে সভাপতিত্ব করেন কম্পিউটারকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: মশিউল হক। এছাড়াও এতে কিনোট বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন জাপানের সাইতমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইউশিনোরি কুনো।
ড. ইউশিনোরি কুনো তার উপস্থাপনায় জাদুঘর গাইড রোবট, কেয়ার রোবট ও রোবোটিক হুইল চেয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অন্যদিকে প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ আব্দুল মতিন ভূঁইয়া রোবট বিষয়ক গবেষণায় চুয়েটকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
তারিখ: ২৭-০৫-২০১৫ইং