চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক রব্বানী

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সংবাদ প্রচার ও প্রকাশনার লক্ষে একমাত্র সংগঠন চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। এতে ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী মো. গোলাম রব্বানী।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন ভবনের অডিটরিয়াম কক্ষে বিকাল ৫ ঘটিকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

সাংবাদিক সমিতির বিদায়ী সভাপতি জিওন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক জিতু প্রকাশ ধর, চুয়েটের উপ-পরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং সহকারী পরিচালক (নিরাপত্তা) আনিসুজ্জামান খান।

উক্ত অনুষ্ঠানে চুয়েট সাংবাদিক সমিতির বিদায়ী কমিটিকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল আলম। এরপর নতুন কমিটির সভাপতিকে পতাকা স্মারক হস্তান্ত্বর করেন বিদায়ী সভাপতি জিওন আহমেদ।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে তাসনিয়া মাশিয়াত, সাংগঠনিক সম্পাদক হাবিব আসলাম , দপ্তর সম্পাদক জেরিন সুলতানা শাওন, অর্থ সম্পাদক তানবির আহমেদ, প্রচার সম্পাদক মুহাম্মদ ফাহিম উদ্দিন, আইটি সম্পাদক ইস্পিতা জাহান সুমা এবং কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আসহাব লাবিব ও সজিব কুমার কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *