চুয়েট স্পোর্টস ক্লাবে নতুন নেতৃত্ব

নিউজ ডেস্কঃ-

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্রীড়া সংগঠন ‘চুয়েট স্পোর্টস ক্লাব’ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ই আগস্ট বিকাল ৫ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী সাফকাত আর রুম্মান আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বর্ষ ও বিভাগের শিক্ষার্থী মামুন ইসলাম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র কল্যাণ দপ্তরের উপ-পরিচালক এ. টি. এম. শাহজাহান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়েট স্পোর্টস ক্লাবের বিদায়ী সভাপতি ফয়সাল আহমেদ। আর সঞ্চালনায় ছিলেন সাদমান শাবাব অর্ণব ও রাফাত জাহান রাফা।

বিদায়ী সভাপতি ফয়সাল আহমেদ নতুন কমিটি ঘোষণা করেন। তিনি নতুন কমিটির প্রতি আশা ব্যাক্ত করেন যে তারা তাদের কাজের মাধ্যমে স্পোর্টস ক্লাবকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

কমিটির অন্য সদস্যবৃন্দ হলেন অর্থ সম্পাদক তামজিদ হিমু, ব্যবস্থাপনা সম্পাদক আহাদুজ্জামান আবির, দপ্তর সম্পাদক নিয়ন এবং রাহাত এবং ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক তারিফুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকে চুয়েট স্পোর্টস ক্লাব চুয়েটে খেলাধুলার চর্চায় ব্যাপক ভূমিকা পালন করে আসছে।তাদের আয়োজিত আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট চুয়েটে বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রকৌশল শিক্ষার একঘেঁয়েমি কাটাতে তাদের আয়োজনের জুড়ি মেলা ভার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *