চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশনস ম্যানেজমেন্ট (আইইওএম) স্টুডেন্ট চ্যাপ্টার এর ২০২২-২৩ সেশনের ১৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাতিন ইহসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বর্ষের শিক্ষার্থী রাফিয়াতুন ফেরদৌস খান লুবাবা। এছাড়া কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন একই বিভাগের শিক্ষার্থী মো. আইদিদ আলম ।
গত ১০ আগস্ট, ২০২২ (বুধবার) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে সংগঠনটির ২০২২-২৩ সেশনের কার্যকরী কমিটি ঘোষণা করেন বিদায়ী কমিটির সভাপতি আরিফুল ইসলাম আকাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট ছাত্রকল্যাণ পরিষদের উপ-পরিচালক এ.টি.এম শাহজাহান, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড.মিজানুর রহমান, মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মনোয়ার ওয়াদুদ, প্রভাষক মিরাইজ হোসেন, প্রভাষক তাসনুভা জাহান এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. মাসুম রানা প্রামাণিক।
প্রধান অতিথির বক্তব্যে মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ আইইওএম এর সকল কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদানের ইচ্ছা ব্যক্ত করে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান।
নবনির্বাচিত সভাপতি ফাতিন ইহসান বলেন, সমগ্র বিশ্বে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (আই ই) এবং অপারেশনস ম্যানেজমেন্ট (ও এম) নিয়ে মানুষের মধ্যে চেতনা জাগ্রত করণ এবং তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই আইইওএম এর মূল উদ্দেশ্য।
উল্লেখ্য যে,সারা বিশ্বে প্রায় ১০৪ টি দেশে আইইওএম এর প্রফেশনাল চ্যাপ্টার এবং বাংলাদেশে আরো ১৭ টি বিশ্ববিদ্যালয় সহ সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৩৯ টি বিশ্ববিদ্যালয়ে আইইওএম এর স্টুডেন্ট চ্যাপ্টার রয়েছে ।