চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে চুয়েট সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। আজ (মঙ্গলবার) বেলা ১২টায় উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎ করেন সংগঠনের সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে সমিতির সভাপতি তানবির আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান আসলাম উপাচার্যের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি জেরিন সুলতানা ও মোহাম্মদ ফাহিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আসহাব লাবিব , অর্থ সম্পাদক সাইকা শুহাদা এবং কার্যনির্বাহী সদস্য মো. ফাহিম রেজা।
সাক্ষাৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘চুয়েট সাংবাদিক সমিতি চুয়েটের অর্জন বিশ্বের দরবারে তুলে ধরতে ভূমিকা রাখছে।চুয়েটের নানান সমস্যা সকলের সামনে তুলে ধরে তা সমাধানে ভূমিকা রাখছে। মাদক নিয়ে লেখার পর মাদক গ্রহণ অনেকটা কমে এসেছে। তবে সম্পূর্ণ নির্মূল হয়নি। আমাদের শিক্ষার্থীরা আগামীদিনে সারাবিশ্বে নেতৃত্ব দিবে। মাদকাসক্তি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবশ্যই মুক্ত থাকতে হবে।’
উল্লেখ্য, চুয়েটের একমাত্র সংবাদ ধর্মী সংগঠন চুয়েট সাংবাদিক সমিতি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ জাতীয় ও স্থানীয় দৈনিকে সাফল্যের সাথে কাজ করে আসছে। গত ৪ জুলাই (বৃহস্পতিবার) চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত দিনে ২০২৩-২৪ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।