শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর চুয়েটকে হস্তান্তর সম্পন্ন

চুয়েটনিউজ২৪ ডেস্ক: 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবস্থিত দেশের একমাত্র আইটি ইনকিউবেটর “শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর” চুয়েটকে হস্তান্তর করেছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। এ উপলক্ষে আজ ০৩ই জুলাই (বুধবার) ২০২৪ খ্রি. বেলা ১১.০০ ঘটিকায় ইনকিউবেটরের অডিটোরিয়ামে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, চুয়েট হস্তান্তর শীর্ষক অনুষ্ঠান আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জনাব জি এস এম জাফরউল্লাহ্। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম,উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ,শিফট প্রকল্প এর প্রকল্প পরিচালক জনাব সৈয়দ জহুরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, বিজ্ঞান ও প্রযুক্তি  অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড  ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, হাই টেক পার্ক কর্তৃপক্ষের উপ-সচিব জনাব মোহাম্মদ মোখতার আহমেদ, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উপ-পরিচালক প্রকৌশলী নরোত্তম পাল, দে টেম্পেট লিঃ এর সহ – প্রতিষ্ঠাতা মোহসেনা খানম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

সকাল ১১ টায় প্যানেল ডিসকাশন এবং দুপুর দেড়টা নাগাদ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং চুয়েটের মধ্যে ইনকিউবেটর হস্তান্তর এবং যৌথভাবে পরিচালনার লক্ষ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে চুক্তি সাক্ষর করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জনাব জি এস এম জাফরউল্লাহ ও চুয়েটের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব জি.এস.এম. জাফর উল্লাহ বলেছেন, “বিশ্ববিদ্যালয়-ভিত্তিক বিজনেস ইনকিউবেটর ধারণাটি আমাদের দেশে নতুন। যে কারণে শুরুর দিকে আমাদের একটু বেগ পেতে হয়েছে। চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরটি ভারতের আইআইটি হায়দারাবাদ ও সিলিকন ভ্যালির মডেলে প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাথে ইন্ডাস্ট্রির একটা কার্যকর সেতুবন্ধন তৈরি করতে এ ধরনের বিজনেস ইনকিউবেটর একটি সময়োপযোগী পদক্ষেপ। আশা করছি, আমরা পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শীঘ্রই এই বিজনেস ইনকিউবেটরের সফলতা দেখতে পাবো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চুয়েট উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বলেন, এই আইটি বিজনেস ইনকিউবেটর দক্ষ সৃজনশীল উদ্যোক্তা গড়ে তুলতে সহায়তা করবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। এই ইনকিউবেটরটি শুধু চুয়েটের ছাত্রদের জন্য নয় বাংলাদেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন শিক্ষার্থী এখানে প্রশিক্ষণ নিতে পারবে। 

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জি.এস.এম. জাফর উল্লাহ শিফট প্রকল্পের আওতায় সাইবার সিকিউরিটি ল্যাব ও স্টুডেন্ট টু স্টার্ট-আপ ভেঞ্চারস কর্তৃক স্থাপিত স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাডের কনটেন্ট ল্যাব উদ্বোধন করেন। এছাড়া স্মার্ট বাংলাদেশ লঞ্চপ্যাডের অংশগ্রহনকারী স্টার্টআপদের জন্য স্টার্টআপ ফাইন্যান্স এর উপর “মাস্টারক্লাস স্টার্ট আপ ফাইন্যান্স” শীর্ষক প্রশিক্ষণ, সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ, বিডিসেফ প্রকল্পের আওতাধীন এ.আই ভিত্তিক প্রশিক্ষণ, এডজ প্রকল্প এর আওতাধীন একাধিক প্রশিক্ষণ সমূহ পরিদর্শন করেন।

উল্লেখ্য, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ গ্র্যাজুয়েট তৈরির  উদ্দেশ্যে ১১৭ কোটি টাকা ব্যয়ে ইনকিউবেটরটি নির্মাণ করা হয়। ২০২২ সালের ৬ জুলাই উদ্বোধনের পর বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃক পরিচালিত হয়ে আসছিল ইনকিউবেটরটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *