চুয়েটে “ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি (আইপি) ডে” শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

চুয়েটনিউজ ডেস্ক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২৭ এপ্রিল (রবিবার)“ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি (আইপি) ডে” উপলক্ষে এক সম্মেলন এর আয়োজন করা হয়েছে।এখানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মেধাসম্পদ (আইপি) অধিকার এবং উদ্ভাবন ও সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরা হয়। সম্মেলনটি চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয় এবং এটি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত হয়। সম্মেলনটির থিম ছিল “ফিল দ্যা বিট অব আইপি”।

চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া তাঁর প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশে ইন্টেলেকচুয়াল প্রপার্টির অফুরন্ত সম্ভাবনা রয়েছে এবং এটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আস্থা ও সুনাম অর্জন করতে হবে। উদ্ভাবন ও সৃষ্টিশীলতার সাথে দেশের অর্থনৈতিক উন্নয়ন গভীরভাবে সম্পর্কিত। তিনি আরও বলেন, জাতি হিসেবে আমাদের যত বেশি জ্ঞানভিত্তিক উদ্ভাবন ও সৃষ্টিশীলতাকে কাজে লাগাব, তত বেশি সমৃদ্ধির দিকে অগ্রসর হতে পারব।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের উচিত মেধাসম্পদ অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এর প্রয়োগের জন্য আইনি ব্যবস্থা আরও জোরদার করা। গবেষণা ও উদ্ভাবনের জন্য প্রণোদনা প্রদান করে উদ্ভাবন ও সৃজনশীলতার জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।

এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, মেকানিক্যাল এন্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।

গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক সম্মেলনে মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবং তিনি আইপির গুরুত্ব ও এর মাধ্যমে উদ্ভাবন এবং সৃজনশীলতা কীভাবে উন্নীত করা যেতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সম্মেলনটি সভাপতিত্ব করেন চুয়েট আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া। সম্মেলনটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।

এ ধরনের সম্মেলন গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতাকে উৎসাহিত করার পাশাপাশি বাংলাদেশে মেধাসম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *