টেড এক্স চুয়েট ২০২৫: চুয়েটে আন্তর্জাতিক স্বীকৃতির নতুন সংযোজন

গোলাম মোস্তফা তানিম:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক টেড এক্স স্বীকৃতি প্রাপ্ত অনুষ্ঠান টেড এক্স চুয়েট ২০২৫। আগামী ২৪ মে  চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে “রিসিলিয়েন্স: রাইজিং বিয়োন্ড লিমিটস” বিষয়বস্তুকে কেন্দ্র করে এই আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গত ২৪ এপ্রিল(বৃহস্পতিবার ) টেড এক্স চুয়েট-এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির উপদেষ্টা ও চুয়েটের ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ এবং অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় আয়োজক দলের পক্ষে ওবায়দুল্লাহ আফজাল এবং মুশফিকুর রহমান টেড এক্স চুয়েট-এর কাঠামো, লক্ষ্য ও মূল বিষয়বস্তু নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। আয়োজক মুশফিকুর রহমান চুয়েটনিউজকে বলেন, “আমাদের লক্ষ্য হলো এই ইভেন্টের মাধ্যমে সবাইকে অনুপ্রাণিত করা, যাতে তারা নিজেদের সীমাবদ্ধতা পেরিয়ে নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। আশা করছি, এই আয়োজন চুয়েটের শিক্ষার্থীদেরও আন্তর্জাতিক মানের চিন্তা ও উদ্ভাবনের নতুন দুয়ার খুলে দিবে।”

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য এই আন্তর্জাতিক মানের উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা ও সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে চুয়েট প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, টেড এক্স হলো প্রযুক্তি, বিনোদন ও নকশা ভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সম্মেলন, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের চিন্তাবিদ, গবেষক ও উদ্ভাবকরা তাঁদের গুরুত্বপূর্ণ ধারণা সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে উপস্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *