ঢাকা বিশ্ববিদ্যালয় রোবট্রনিক্স উৎসবে চুয়েটের সাফল্য

চুয়েটনিউজ২৪ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আরএমই-ডিইউ স্টুডেন্ট ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘রোবোট্রনিকস ফেস্ট ২০২৫’।

গত ৯ ও ১০ আগস্ট ঢাকার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত দেশের অন্যতম বৃহৎ এই উদ্ভাবনী প্রযুক্তি প্রতিযোগিতায় চুয়েট সহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৪৩টি দল অংশ নেয়।দুই দিনব্যাপী এই আয়োজনে পাঁচটি প্রতিযোগিতামূলক সেগমেন্ট অনুষ্ঠিত হয়—সকারবট, লাইন ফলোয়ার রোবট, মাইক্রোমাউস, ডিইউ এআই চ্যালেঞ্জ (ডেটাথন) এবং প্রজেক্ট শোকেস। প্রতিটি সেগমেন্টে অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের ক্ষমতা যাচাই করা হয়।ডিইউ এআই চ্যালেঞ্জ (ডেটাথন) প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে অংশ নেওয়া দল চুয়েট_আরএসকিউব। দলের সদস্যরা হলেন—সৌরভ নাথ, মোহাম্মদ সাগর চৌধুরী, সজীব ভট্টাচার্য এবং রত্নজিত ধর।

চুয়েট_আরএসকিউব এর সদস্যরা বলেন, “প্রতিযোগিতাটা ছিল মূলত বাংলাদেশের বিভিন্ন রাস্তার ড্রোন ইমেইজ হতে গাড়ি, সিএনজি, ট্রাক ইত্যাদি বিভিন্ন ধরনের যানবাহন এবং পথচারীকে ডিটেক্ট করা৷ আমরা ইয়োলো১২এক্স মডেলকে হাইপারপ্যারামিটার টিউনিং আর ডাটা অগমেন্টেনশনের মাধ্যমে ভালো রেজাল্ট আনতে সক্ষম হই৷ একটা ন্যাশনাল ইভেন্টে বিজয়ী হয়ে আসাটা নিঃসন্দেহে অনেক আনন্দের৷ চুয়েটের নামকে সবার প্রথমে দেখার স্বপ্ন ছিল আমাদের৷ এটা পূরণ করতে পেরে ভালো লাগছে৷ আমরা চাই এখানেই থেমে না থেকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করে যেতে এবং একইসাথে আমাদের জুনিয়রদের সাহায্য করে যেতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *