মহানবী (সা:)কে নিয়ে কটুক্তি : চুয়েট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

চুয়েটনিউজ২৪ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ শনিবার (২১ জুন)  বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক ড.মো:মাহবুবুল আলম এর স্বাক্ষরিত  এক নোটিশে রুবাইয়েদ ফেরদৌস আলভি (স্টুডেন্ট আইডি:২০০৮০১১) নামের ওই শিক্ষার্থীকে বহিষ্কারের কথা জানানো হয়।

গত শুক্রবার বিশ্বিবদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে গঠিত হয় তদন্ত কমিটি। একই দিনে তদন্ত কমিটির  রিপোর্টের উপর  অনুষ্ঠিত স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৯১তম (জরুরি) সভায় বিস্তারিত আলোচনা করা হয়। 

নোটিশে আগামী ০৭ জুলাই  ২০২৫ এর মধ্যে ওই শিক্ষার্থীকে কেনো স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে স্বহস্তে লিখিত জবাব বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরে স্বশরীরে উপস্থিত হয়ে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে কটুক্তি ও অবমাননাকর বক্তব্যের জন্য গত শুক্রবার রুবাইয়েদ ফেরদৌস আলভির শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিল শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ধর্ম অবমাননা প্রতিরোধের ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা দাবি করেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *