কুয়েট শিক্ষার্থীদের ১ দফা দাবির সাথে সংহতি জানিয়ে চুয়েটে মানববন্ধন

ফাহিম রেজা :

কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবি আদায়ে চলমানরত অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাধারণ শিক্ষার্থীরা। আজ,  ২২ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ১২.৪০ টায় বিশ্ববিদ্যালয় স্বাধীনতা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির যৌক্তিকতা এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীরা কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পরোক্ষ মদদদাতা হিসেবে কুয়েট উপাচার্য কে দায়ী করেন।  তারা আরো বলেন, ছাত্রদল ও স্থানীয় বিএনপির হামলায় শিকার হওয়া কুয়েট শিক্ষার্থীদেরকে বহিষ্কারাদেশ প্রদান করার ঘটনাকে ফ্যাসিবাদী আচরণ স্বরূপ। তারা কুয়েট উপাচার্য কর্তৃক এমন ফ্যাসিবাদী আচরণের নিন্দা জানান। একই সাথে অনশনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন। এবং দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের এক দফা দাবি মেনে নিয়ে কুয়েট উপাচার্যের পদত্যাগের ব্যবস্থা করতে দাবী জানানো হয় চুয়েট শিক্ষার্থীদের পক্ষ থেকে। 

মানববন্ধনে বক্তব্যকালে চুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ তন্ময় বলেন, জুলাই আন্দোলন পরবর্তী বুয়েট,কুয়েট,রুয়েট,চুয়েট সহ অনেক ক্যাম্পাস এ ছাত্ররাজনীতি ছিলো নিষিদ্ধ। এরপরও ছাত্রদলের গুটিকয়েক মানুষের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে রাজনীতি চালু করার প্রয়াসে ছাত্রদল এবং স্থানীয় বিএনপি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষ মদদদাতা উপাচার্য মাসুদ। এই মাসুদ আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কারাদেশ পর্যন্ত দিয়েছে। এরই প্রেক্ষিতে কুয়েটের  সাধারণ শিক্ষার্থীরা এক দফা ” ভিসি মাসুদের পদত্যাগ ” দাবী করলেও স্বার্থান্বেষী ভিসি তাদেরকে দাবীকে অগ্রাহ্য করলে সাধারণ শিক্ষার্থীরা এক দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আমরণ অনশনের ডাক দেয়। অনশনের ২১ ঘন্টা পার হয়ে গেলেও প্রশাসন নিরব, তেমনি নিরব ইন্টেরিম। আমরা চুয়েট শিক্ষার্থীরা সবসময় আমাদের ভাইদের পাশে আছি। যদি আমাদের কুয়েটে কোনো ভাইয়ের কিছু হয়, তাহলে দেশের গনঅভুত্থ্যানের চেতনা লালনকারী শিক্ষার্থীরা কখনো কাউকে ছেড়ে কথা বলবে না। আমরা অনতিবিলম্বে ভিসি মাসুদের অপসারণ চাই।

চুয়েটের পুরকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো: হামিদুল হক বলেন, কুয়েটে চলমান ১ দফা আন্দোলনের সাথে আমরা চুয়েটিয়ানরা পুরোপুরি একাত্মতা পোষণ করে বলতে চাই, যে ভিসি তার ছাত্রদের নিরাপত্তা দিতে জানে না, সন্ত্রাসীদের ব্যাপারে কোনোরকম আইনি পদক্ষেপ না নিয়ে উল্টো ছাত্রদের বহিঃষ্কার দেয় এমন মেরুদণ্ডহীন ও নির্লজ্জ ভিসি আমরা কোনো ক্যাম্পাসে চাই না।আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই,কুয়েটিয়ানরা একা না,আমরা আমাদের ভাইদের সাথে আছি।জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর,আমরা আর কোনো ফ্যাসিবাদকে এদেশে প্রতিষ্ঠা হতে দিবো না।আমরা কুয়েট চলমান আন্দোলনের বিষয়ে মাননীয় উপদেষ্টা বরাবর বলতে চাই,ভিসি মাসুদকে পদত্যাগ ও কুয়েটে হামলাকারী সন্ত্রাসীদের ব্যাপারে অতি দ্রুত পদক্ষেপ নিয়ে কুয়েটের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ফিরিয়ে দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *