চুয়েটে পূবালী ব্যাংকের বুথ; খোলা হতে পারে নতুন শাখাও

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রাথমিক পর্যায়ে বুথ ও পরবর্তীতে শাখা স্থাপনের পরিকল্পনা করছে পূবালী ব্যাংক পিএলসি। এরই উদ্দেশ্যে শিক্ষার্থীদের মাঝে ব্যাংকিং ক্যাম্পেইন চালিয়েছে ব্যাংকটি। আজ ২১ সেপ্টেম্বর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) এর সামনে স্বাধীনতা চত্ত্বর এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা যায়, চুয়েটে শিক্ষার্থীদের মাঝে ব্যাংকিং কার্যক্রম প্রসারণের লক্ষ্যে আজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে গিয়ে ক্যাম্পেইন চালানোর উদ্যোগ নেয়া হয় সংস্থাটির পক্ষ থেকে। পাশাপাশি, ফ্রি একাউন্ট খোলা ও ডেবিট কার্ডেরও ব্যবস্থা রাখা হয়। এছাড়া শিক্ষার্থীদের জন্য ব্যাংকটির পক্ষ থেকে অন্যান্য সুযোগ-সুবিধাও তুলে ধরা হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাসুম রানা প্রামাণিক চুয়েটনিউজ২৪ কে বলেন, চুয়েটে যদি একাধিক ব্যাংকের কার্যক্রমের ব্যবস্থা থাকে তাহলে শিক্ষার্থীরাই উপকৃত হবে। পূবালী ব্যাংকের পক্ষ থেকেই যোগাযোগ করেছে। ব্যাপারটা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আপাতত ক্যাম্পাসেই একটি বুথ দিতে চাচ্ছে ওরা। পরবর্তীতে চুয়েটে শাখা খোলার ব্যবস্থা করা হবে। এতে ব্যাংকের কার্যক্রম আরো বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরাও ব্যাংকিং সেবাসমূহ ক্যাম্পাস থেকে সহজেই গ্রহণ করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল আওয়াল বলেন, বিশ্ববিদ্যালয়ের হল ফি, ডাইনিং ফি সহ বিভিন্ন ফি ব্যাংকে গিয়ে জমা দিতে অনেক সমস্যায় পড়তে হয়। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। যদি একাধিক ব্যাংকের শাখা থাকে, আর উভয় ব্যাংক থেকেই এ সুযোগ-সুবিধা সমূহ পাওয়ার ব্যবস্থা করা হয়; তাহলে আমাদের এই কষ্ট অনেকটাই লাঘব হবে। ব্যাংকগুলো মধ্যে প্রতিযোগিতাও বাড়বে। সময়ের অপচয়ও কমবে। আশা করি শিক্ষার্থীদের জন্য তখন বিষয়টা ভালো ফলাফল বয়ে আনবে।

উল্লেখ্য, চুয়েটে বর্তমানে শুধুমাত্র সোনালী ব্যাংক পিএলসি নামক একটি ব্যাংকের চুয়েট শাখার কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীদের যাবতীয় হল ফি, ডাইনিং ফি ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা একটি ব্যাংক থেকেই নিতে হয়। এই সেবা গ্রহণের সময় লাইনে দাঁড়িয়ে জমা দিতে হয় বলে বিভিন্ন সময় ঝামেলা পোহানের অভিযোগ করে আসছেন চুয়েটের শিক্ষার্থীরা। এ ব্যাপারে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা মিললে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী সময় অনুসারে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে চুয়েট প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *