চুয়েটে আলোকচিত্র কর্মশালা অনুষ্ঠিত

আসাদুল্লাহ গালিব:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হয়েছে এক দিনব্যাপী আলোকচিত্র বিষয়ক কর্মশালা। গত ১৩ই জুলাই চুয়েট ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আইটি ইনকিউবেটর এর মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা আলোকচিত্রী সালমান সিদ্দিক প্রত্যয়। তিনি শহুরে আলোকচিত্রের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ক্যামেরা ব্যবহারের কৌশল, আলো ও ছায়ার ব্যবহার, বিষয় নির্বাচনসহ নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। কর্মশালায় তিনি তার তোলা বেশ কিছু আলোকচিত্র প্রদর্শন করেন, যার মাধ্যমে উপস্থিত সবাই তার দৃষ্টিভঙ্গি ও গল্প বলার কৌশল সম্পর্কে অনুপ্রাণিত হন। এছাড়াও উক্ত আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী সাকিব নিলয়।

চুয়েট ফটোগ্রাফি সোসাইটির সভাপতি তানভীর আহমেদ বলেন, “সালমান সিদ্দিক প্রত্যয় একজন প্রখ্যাত, প্রতিভাবান ও চিত্রনৈপুণ্যে অনন্য ফটোগ্রাফার । তার অসাধারণ দিকনির্দেশনা ও অভিজ্ঞতা আমাদের সকলকে মুগ্ধ করেছে। এই অনুষ্ঠানটি সকল অংশগ্রহণকারীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। একজন সভাপতি হিসেবে আমি গর্বিত যে এমন একটি সফল ও অর্থবহ প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি। তবে আমি এই প্রোগ্রাম একা কখনোই সফলভাবে পরিচালনা করতে পারতাম না যদি না চুয়েটপিএস টিম পাশে থাকত। তাদের অক্লান্ত পরিশ্রম, দায়িত্বশীলতা ও দলগত সহযোগিতাই এই সফলতার মূল ভিত্তি। এই অনুষ্ঠান আমাদের ভবিষ্যতের আরও সৃজনশীল উদ্যোগের অনুপ্রেরণা জোগাবে বলে আমি বিশ্বাস করি।”

উল্লেখ্য, কর্মশালায় চুয়েটের শিক্ষার্থী ছাড়াও অংশগ্রহন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ , রাঙামাটি মেডিকেল কলেজ এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *