নরওয়ের বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি পাচ্ছেন চুয়েট শিক্ষার্থীরা

ফাইয়াজ কৌশিকঃ

নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ে এবারও শিক্ষাবৃত্তির সুযোগ পাচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। চুয়েট ও এগডার বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত চলমান কেয়ার প্রকল্পের আওতায় এই শিক্ষাবৃত্তির সুযোগ দেওয়া হচ্ছে। গত ৭ অক্টোবর(মঙ্গলবার) চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এগডার বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার অধ্যয়নের নিমিত্তে আবেদন করতে বলা হয়। এর সম্ভাব্য সময়কাল ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত। এতে চুয়েটের যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পিএইচডি ও মাস্টার্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মাস্টার্সের অবশিষ্ট সেমিস্টারসমূহ শিক্ষার্থীরা চুয়েটে সম্পন্ন করবেন।

এ ক্ষেত্রে আগ্রহী শিক্ষার্থীদের আবেদনপত্র ই-মেইলের (a.sayem@cuet.ac.bd) মাধ্যমে কেয়ার প্রকল্পের পরিচালক ও চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এবং অধ্যাপক ড. সৌমেন রুদ্র(souman.rudra@uia.no) বরাবর পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ সময় আগামী ১৬ অক্টোবর(বৃহস্পতিবার)। বাছাইকৃত আবেদনের মধ্য থেকে সাক্ষাৎকারের জন্য নির্বাচিতদের সাক্ষাৎকার আগামী ১৯ অক্টোবর(রবিবার) যন্ত্রকৌশল বিভাগের সেমিনার রুমে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে পড়ার পাশাপাশি নরওয়ে অবস্থানকালীন জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে ১৫ হাজার ১৬৯ নরওয়েজিয়ান ক্রোনার পাবেন।

এ বিষয়ে প্রকল্প পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম চুয়েটনিউজ২৪ কে জানান, গত বছরের মতো এবারও এগডার বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে। পাঁচ মাস মেয়াদি (এক সেমিস্টার) মাস্টার্স কোর্সে ২-৩ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে। তিনি আরও জানান, শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে তাঁদের একাডেমিক, সাক্ষাৎকারের পারফরম্যান্স ইত্যাদি বিবেচনা করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা আগামী ২০ অক্টোবর জানিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *