জুলাই শহীদ দিবসে চুয়েট ভিসির বার্তা: তরুণদের ইচ্ছাই আনবে ইতিবাচক পরিবর্তন

আজ ১৬ জুলাই (বুধবার) বেলা ১২টায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় মিলনায়তনে জুলাই শহীদ দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত হয় আলোচনা সভা ।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মাহমুদ আব্দুল মাতিন ভূইয়া । এতে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, তরুণরা চাইলে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তবে সেই পরিবর্তন শুধু তখনই সম্ভব যখন তারা নৈতিকতা, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক মূল্যবোধকে অগ্রাধিকার দেবে। তরুণদের জন্য দরকার একটি পরিচ্ছন্ন পরিবেশ যেখানে তারা কোন স্বার্থের শিকার হবে না বরং জনগণের প্রকৃত প্রতিনিধি হয়ে উঠবে। আমাদের প্রত্যাশা বাংলাদেশের তরুণদের স্বপ্ন, চিন্তা, কল্পনা এবং কাজকর্মের কেন্দ্রবিন্দুতে থাকবে দেশ ও জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। জাতিকে তরুণরা উপহার দেবে একটি শান্তি ও সৌহার্দপূর্ণ সুন্দর বাংলাদেশ।
তিনি জুলাই আন্দোলনে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই শহীদরা স্বপ্ন দেখেছিলেন একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থার। আমরা যেন জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথে দৃপ্ত পদভারে একযোগে সবাই এগিয়ে যেতে পারি, সে লক্ষে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এতে আরও বক্তব্য রাখেন ডিনবৃন্দদের পক্ষে মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, প্রভোস্টগণের পক্ষে শহীদ আবু সাঈদ হল এর প্রভোস্ট অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ, শিক্ষক সমিতি এর সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম, কর্মকর্তা সমিতি এর সভাপতি জনাব সৈয়দ মোহাম্মদ ইকরাম, স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব জনাব প্রিয়তোষ চক্রবর্তী।

অত্র বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ২০ আবর্তের শিক্ষার্থী ইফতেখার মাহমুদ তন্ময় বলেন, আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক “জুলাই শহীদ দিবস” উপলক্ষে আলোচনা সভা শিক্ষার্থীদের মধ্যে জুলাইয়ের চেতনাকে জাগ্রত রাখার ব্যাপারে অগ্রনী ভূমিকা রাখবে। গত ১৬ই জুলাই আবু সাঈদের বুক চেতিয়ে শহীদ হওয়ার মধ্য দিয়ে আন্দোলন এক নতুন মাত্রা পেয়েছিলো, তারপর চট্টগ্রামের ওয়াসীম, শান্ত, ফারুকের মতো হাজারো শহীদেরা এ দেশ থেকে ফ্যাসিজমকে সমূলে ধ্বংস কর‍তে নিজের বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিতেও পিছপা হননি। তারই ফলশ্রুতিতে আমরা পেয়েছি ৩৬ জুলাই, ফ্যাসিবাদী মুক্ত বাংলাদেশ।
জুলাইয়ের এক বছর পূর্তিতে আমাদের চাওয়া পাওয়া থাকবে যে, এই বাংলার বুকে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেনো মাথা চাড়া না দিয়ে উঠতে পারে।যদি কখনো কোনো শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে চায়, সকলের মধ্যে এই জুলাই চেতনা জাগ্রত করার মধ্য দিয়ে ফ্যাসিজমকে আবারো বিনাশ করা হবে ইনশাআল্লাহ

এছাড়াও শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের বিদায়ী বর্ষের শিক্ষার্থী তাশাক আল আবিদ, যন্ত্রকৌশল বিভাগের বিদায়ী বর্ষের তানবির আহমেদ চৌধুরী, পুরকৌশল বিভাগের বিদায়ী বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান মোহাব্বত, কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগ এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী আদিল রায়হান। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান চৌধুরীর সঞ্চালনায় ও অনুষ্ঠানের শুরুতে চুয়েট কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহর কোরআন তিলাওয়াত দিয়ে সভা শুরু হয় এবং শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজনও করা হয় । এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *