
আসাদুল্লাহ গালিব:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হয়েছে ২ দিন ব্যাপী অন্তঃবিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন। আজ শুক্রবার চুয়েটের পিএমই ভবনে উদ্বোধনী অধিবেশন এর মাধ্যমে শুরু হয় সম্মেলনের।
চুয়েট ছায়া জাতিসংঘ ক্লাব কর্তৃক আয়োজিত এ সম্মেলনটি জাতিসংঘের আদলে তিনটি আলাদা কমিটিতে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কমিটিতে ২০ জন করে প্রতিনিধির অংশগ্রহণে চলবে বিভিন্ন বৈশ্বিক ও প্রযুক্তি-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনাসভা ও মতবিনিময়।
জাতিসংঘ নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটি এর কার্যসূচি ছিল ‘মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাত মোকাবেলা এবং এর আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা ও আন্তর্জাতিক শান্তির ওপর প্রভাব’ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা এর কার্যসূচি ছিল ‘অন্তর্ভুক্তিমূলক এবং দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের জন্য আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক ডিজিটাল অন্তর্ভুক্তি, সাইবার সিকিউরিটি এবং নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা শাসন অগ্রসর করা।’
আয়োজক ক্লাব সূত্রে জানা গেছে, চুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধি হয়ে অংশ নিচ্ছেন। সম্মেলনের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে কূটনৈতিক দক্ষতা, বিশ্লেষণী চিন্তাশক্তি এবং বক্তৃতা–উপস্থাপনা সক্ষমতা বৃদ্ধি করা।
উল্লেখ্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গড়ে ওঠা মডেল ইউনাইটেড নেশনস ক্লাব বা ছায়া জাতিসংঘ সংগঠনগুলো মূলত জাতিসংঘের ন্যায় বিভিন্ন ইস্যুতে সম্মেলন আয়োজন করে থাকে। প্রতিযোগীদের সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করতে হয়। বিচারকরা একজন প্রতিযোগীর কূটনৈতিক দক্ষতার বিচারে তাকে বিজয়ী ঘোষণা করে থাকে।