আকাশ দেখতে চুয়েটে এসরো’র “কসমিক কিকস্টার্ট”  সেমিনার

চুয়েটনিউজ ২৪ ডেস্ক :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর শিক্ষার্থীদের মধ্যে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞানের আগ্রহ ছড়িয়ে দিতে মহাকাশ ও রোবটিক্স বিষয়ক ক্লাব – অ্যান্ড্রোমিডা স্পেস এন্ড রোবোটিক রিসার্চ অর্গানাইজেশন (এসরো) কতৃক আয়োজিত হয়েছে এক দিনব্যাপী সেমিনার ও আকাশ পর্যবেক্ষণ অনুষ্ঠান  “কসমিক কিকস্টার্ট”।

গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত এই সেমিনারে চুয়েটের  প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনটিতে ছিল টেলিস্কোপের তাত্ত্বিক আলোচনা, এসরো’র নিজস্ব নির্মিত টেলিস্কোপ “এসরোস্কোপ”  তৈরির পদ্ধতি এবং এর পেছনের গল্প নিয়ে বিশদ আলোচনা।

এতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অ্যাস্ট্রোফটোগ্রাফার মেহেদী হাসান তুর্য,যিনি মহাকাশ ফটোগ্রাফির অভিজ্ঞতা ও আকাশের সৌন্দর্য ক্যামেরায় ধারণের কৌশল নিয়ে অনুপ্রেরণামূলক আলোচনা করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ফাহিম মাহমুদ এবং সহকারী অধ্যাপক আদিত্য চৌধুরী।

সন্ধ্যার পর সেমিনারের ধারাবাহিকতায় আয়োজন করা হয় “Sky Observation Session Stargazing”, যা অনুষ্ঠিত হয় চুয়েট জিমনেসিয়ামের সামনে সেন্ট্রাল ফিল্ডে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত। অংশগ্রহণকারীরা সেসময় চাঁদ, শনি গ্রহ, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি এবং কৃত্তিকা নক্ষত্রপুঞ্জ (Pleiades M45) পর্যবেক্ষণের সুযোগ পান। এতে উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম হাফেজসহ অন্যান্য অতিথিবৃন্দ

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয়  বর্ষের শিক্ষার্থী মাজেদুল ইসলাম বলেন,“টেলিস্কোপ নির্মাণের গল্প শোনাটা দারুণ লেগেছে। তবে সবচেয়ে আবেগময় মুহূর্ত ছিল যখন একটি শিশু টেলিস্কোপে চাঁদ দেখে হাসল সেটাই ছিল পুরো ইভেন্টের সেরা দৃশ্য “

অনুষ্ঠানের অন্যতম আয়োজক আসফাত কবির সিফাত বলেন ,”আমাদের লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের মধ্যে টেলিস্কোপ সম্পর্কিত প্রাথমিক ও ব্যবহারিক জ্ঞান ছড়িয়ে দেওয়া। যারা আগ্রহী ও দক্ষতা দেখিয়েছে, তাদের আমরা ভবিষ্যতে অটোমেটেড টেলিস্কোপ প্রকল্পে যুক্ত করার সুযোগ দেব।”

এসরো’র বর্তমান কমিটির সভাপতি  সজীব কুমার কর বলেন,”এসরো সবসময়ই ইনোভেশন ও অজানাকে জানার আগ্রহকে স্বাগত জানায়। শিক্ষার্থীদের উৎসাহ ও অংশগ্রহণ আমাদের আরও অনুপ্রাণিত করেছে। ডবসনিয়ান টেলিস্কোপ থেকে আধুনিক রেডিও টেলিস্কোপ নির্মাণ এখন শুধু সময়ের অপেক্ষা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *