গোলাম মোস্তফা তানিম :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাহিত্য বিষয়ক সংগঠন ‘ভাষা ও সাহিত্য সংসদ, চুয়েট’ এর ২০২৫-২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে । গত ১৮ এপ্রিল (শুক্রবার) অনলাইন প্ল্যাটফর্মে উক্ত কমিটি ঘোষণা করেন বিদায়ী কমিটির সভাপতি আশহার ইনতেযাম তাহবির।
১২ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী উম্মে মাবরুরা উমামা এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ইফতেখার মাহমুদ।
কমিটির অন্য সদস্যবৃন্দ হলেন সহ সভাপতি- মোহাম্মদ তানভীর হাসান ,যুগ্ম সাধারন সম্পাদক- জয় দাস, সাংগঠনিক সম্পাদক- রুবায়েত ফেরদৌস আলভি এবং অর্থ সম্পাদক- নাহরিন আহমেদ।
নবনির্বাচিত সভাপতি উম্মে মাবরুরা উমামা চুয়েটনিউজকে বলেন, আমাদের এই ক্লাবের প্রধান উদ্দেশ্যই হচ্ছে ভাষা ও সাহিত্যের প্রতি চুয়েটের শিক্ষার্থীদের ভালোবাসা জাগ্রত করা। যাদের মধ্যে সাহিত্যপ্রতিভা আছে তাদের সেই প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া। সেই স্বপ্ন থেকেই আমি এবং আমাদের কমিটির সবাই মিলে ভাষা ও সাহিত্য সংসদ, চুয়েটের দায়িত্ব গ্রহণ করলাম। ভাষা ও সাহিত্যকে এই ব্যস্তজীবনের এক অবিচ্ছেদ্য অংশ করে গড়ে তোলার লক্ষ্যেই আমরা কাজ করে যেতে চাই অবিরত।
উল্লেখ্য, ভাষা ও সাহিত্য সংসদ, চুয়েট তাদের প্রতিষ্ঠার পর থেকেই ভাষা ও সাহিত্যের চর্চা এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের জন্য কাজ করে যাচ্ছে।