চুয়েটনিউজ২৪.ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের মুসলিম শিক্ষার্থীরা বিভাগে স্থায়ী নামাজের ঘর স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজ ২৯ অক্টোবর, বুধবার সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ১ এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত থেকে শান্তিপূর্ণভাবে নামাজের ঘর স্থাপনের দাবিতে তাদের অবস্থান জানান।
চুয়েটের পুরকৌশল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. নূর আলম বলেন, আমাদের বিভাগে প্রায় ৫০০-রও বেশি মুসলিম শিক্ষার্থী, ২০ জনের বেশি মুসলিম শিক্ষক এবং ২৫ জনের মতো কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাস ও ল্যাব চলায় অনেকেই সময়মতো জোহর ও আসর নামাজ আদায় করতে পারেন না। কিন্তু দুঃখজনকভাবে, এত সংখ্যক মুসলিম শিক্ষক-শিক্ষার্থী থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত আমাদের বিভাগে নামাজের জন্য কক্ষ বরাদ্দ করা হয়নি, যেখানে অন্যান্য বিভাগে এই মৌলিক সুবিধা দীর্ঘদিন ধরেই রয়েছে। আরও হতাশার বিষয় হলো, আমরা তিনবার লিখিতভাবে আবেদন করলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সাড়া বা উদ্যোগ দেখা যায়নি।
পুরকৌশল বিভাগের শেষ বর্ষের আরেক শিক্ষার্থী ইফতেখার মাহমুদ বলেন, আমরা প্রতিদিন ক্লাসের ব্যস্ততার মাঝে নামাজ আদায়ে যথাযথ স্থান না পেয়ে সমস্যায় পড়ি। এর আগেও আমরা বারবার এই দাবি জানিয়ে এসেছি কিন্তু এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা চাই যাতে অনতিবিলম্বে যাতে একাডেমিক ভবন-১ এ একটি স্থায়ী নামাজের ঘর স্থাপন করা হয়।
এ দাবির ব্যাপারে চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক বলেন, স্থায়ী নামাজের জায়গা স্থাপনের দাবিটির সাথে আমিও একমত পোষণ করি। আমাদের বিভাগে জায়গার সংকট রয়েছে। তবে চেষ্টা করলে নামাজের জন্য স্থায়ী জায়গা তৈরি করা সম্ভব। আমরা এ ব্যাপারে উপাচার্য মহোদয়ের সাথে আলাপ করব ও পরবর্তী ব্যবস্থা গ্রহনের চেষ্টা করব।