চুয়েটে দুইদিনব্যাপী ক্যারিয়ার ফেস্টের সমাপ্তি হচ্ছে আজ

গোলাম মোস্তফা তামিমঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ ৯ই আগস্ট (শনিবার) শেষ হচ্ছে দুইদিনব্যাপী উৎসব “চুয়েট ক্যারিয়ার ফেস্ট ২০২৫”। চুয়েট ক্যারিয়ার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসব শুরু হয়েছিল গতকাল ৮ই আগস্ট (শুক্রবার)। শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা ও প্রস্তুতি বাড়াতে নানা সেশন ও কার্যকরী কার্যক্রমে ভরপুর ছিল এই উৎসব।

গতকাল উৎসবের সূচনা হয়েছিল এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে। এরপরই ছিল কেস কম্পিটিশন; যেখানে অংশ নেয় ২৪টি দল এবং ৫০ জনেরও বেশি প্রতিযোগী। এছাড়া ছিল বিসিএস, উচ্চশিক্ষা, ব্যাংক জব এবং উচ্চতর গবেষণা বিষয়ক সেমিনার।

আজ দ্বিতীয় এবং শেষ দিনে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত চাকরিমেলা। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে বসেছিল দেশের খ্যাতনামা ১১টি প্রতিষ্ঠানের স্টল। চাকরিপ্রার্থীরা এসব প্রতিষ্ঠানে সরাসরি সিভি জমা দেওয়ার পাশাপাশি নিয়োগদাতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

এছাড়াও, আজকের দিনে ছিল উচ্চতর গবেষণা এবং উদ্যোক্তা হওয়ার উপায় নিয়ে পৃথক সেমিনার। ফেস্টের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় ‘ক্যারিয়ার কথন’, যেখানে সফল ব্যক্তিত্বরা তুলে ধরেন তাদের জীবন ও ক্যারিয়ারের গল্প, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে।

সবশেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান, যার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে চুয়েট ক্যারিয়ার ফেস্ট ২০২৫-এর।

সিভি জমা দিতে আসা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেক্ট্রনিক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল ফারাবি জানান, ফ্রেশার হিসেবে বিভিন্ন কোম্পানিতে গিয়ে সিভি জমা দেয়া একটু কঠিন ছিল। সেই প্রেক্ষাপট চিন্তা করলে আমরা ক্যাম্পাসে বসেই এখান থেকে সিভি দিতে পারছি অনেকগুলো কোম্পানিতে যা আমাদের আত্মবিশ্বাসও বাড়াচ্ছে। এটা আমাদের ক্যারিয়ারের জন্যও বড় সুযোগ।

গতকাল ট্যালেন্ট হান্টে অংশগ্রহণকারী মেট্রোমাইন্ড টিমের আরেক প্রতিযোগী নগর ও পরিকল্পনা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিয়া তাসফিয়া হক জানান, প্রথমবারের মত ক্যারিয়ার ক্লাবের কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছি। কিভাবে সবার সামনে প্রেজেন্ট করতে হয়, কথা বলতে হয় শিখেছি। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এদেশের শিক্ষাব্যবস্থার জন্য নতুন একটি মডেল তুলে ধরেছি। সবমিলিয়ে বেশ ভালো লাগছে।

চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি মোঃ আলী হাসান তুহিন বলেন, চুয়েট ক্যারিয়ার ক্লাব আয়োজিত “চুয়েট ক্যারিয়ার ফেস্ট – ২০২৫ ,৮ ও ৯ আগস্ট তারিখে উৎসবমুখর পরিবেশে চলমান ছিল। এবারের আয়োজনের মূল আকর্ষণ ছিল ট্যালেন্ট হান্ট ২০২৫, বিসিএস ও ব্যাংক জব সেশন, হায়ার স্টাডিজ, রিসার্চ সেশন, পাবলিক টক এবং জব ফেয়ার। ক্লাব সদস্য, শিক্ষক প্যানেল ও অতিথিদের সহোযোগিতায় আয়োজক হিসেবে আমরা গর্বিত ও আনন্দিত। আশা করছি, এ আয়োজন শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *