চুয়েট ক্যারিয়ার ক্লাবের নতুন সভাপতি দিব্য, সম্পাদক অংকন

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যারিয়ার বিষয়ক সচেতনতামূলক সংগঠন চু্য়েট ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দিব্য জ্যোতি ঘোষ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের আরেক শিক্ষার্থী অংকন চৌধুরী।

গত ২১শে আগস্ট(বৃহস্পতিবার) বিকাল ৫ টায় চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুয়েট ক্যারিয়ার ক্লাবের ৮ম বার্ষিক সাধারণ সভায় উক্ত কমিটি ঘোষণা করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়েট ক্যারিয়ার ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক, উপদেষ্টা অধ্যাপক ড.রিয়াজ আকতার মল্লিক, নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ড.বসির জিসান এবং মডারেটর সহকারী অধ্যাপক মি. পোলেন চাকমা।

অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। পাশাপাশি নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ড.বসির জিসানকে ফুল দিয়ে ক্লাবে স্বাগত জানানো হয়। এরপর ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির বিদায় এবং নতুন ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও আরো আছেন সহ-সভাপতি মো:শাফকাতুল ইসলাম, লামিয়া তাসনিম খান, মো:ফখরুল ইসলাম ও আনিকা তাবাসসুম,  সাংগঠনিক সম্পাদক মাহী আল ওয়াহিদসহ অনেকে।

এসময় অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, ক্যারিয়ার ক্লাবের অনুষ্ঠানগুলো চুয়েটের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী। এ বছর ক্লাবটি বেশ গতিশীলভাবে কাজ করেছে, বিশেষ করে চাকরি, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে। তবে গতকালের অনুষ্ঠানে উপস্থিতি কিছুটা কম মনে হয়েছে। আশা করি ভবিষ্যতে অংশগ্রহণ আরও বাড়বে এবং আরও বৃহৎ পরিসরে এই ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজন করা হবে।।এ ধরনের যেকোনো শিক্ষামূলক ও ক্যারিয়ার-উন্নয়নমূলক কার্যক্রমে সবসময়ই আমার সহযোগিতা থাকবে।

নতুন সভাপতি দিব্য জ্যোতি ঘোষ চুয়েটনিউজ২৪ কে জানান, চুয়েট ক্যারিয়ার ক্লাব বরাবরই চুয়েটের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও উন্নয়ন এর জন্য কাজ করে আসছে। আমরা নতুন কমিটির সবাই চেষ্টা করবো আমাদের সম্মানিত এডভাইসর ও মডারেটর স্যারদের দিকনির্দেশনা ও আমাদের এলামনাইদের পরামর্শ এর মাধ্যমে ক্লাব কে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এবং সর্বোপরি বাংলাদেশের মধ্যে চুয়েট ক্যারিয়ার ক্লাব কে একটি সুন্দর ও গঠনমূলক ক্লাব হিসেবে সাফল্যমন্ডিত করার।

সবশেষে পুরোনো কমিটিকে বিদায় ও নতুন কমিটির কাছে ক্যারিয়ার ক্লাবের স্মারক স্থানান্তরের মাধ্যমে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *