চুয়েট কর্মচারী সমিতির নতুন নেতৃবৃন্দের শপথ গ্রহন

চুয়েটনিউজ২৪.ডেস্ক:

অনুষ্ঠিত হলো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কর্মচারী সমিতির নতুন কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান। আজ ৪ মে (রবিবার) ২০২৫ খ্রি. চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের সেমিনার কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে সভাপতি পদে জনাব মোঃ জামাল উদ্দীন এবং সাধরাণ সম্পাদক হিসেবে জনাব প্রিয়তোষ চক্রবর্তী শপথ গ্রহণ করেন।

এছারাও শপথ বাক্য পাঠ করেন উক্ত সমিতির নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম মিয়া, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ন সম্পাদক কুলসুমা বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত ঘোষ, অর্থ সম্পাদক মোঃ সাকিবুল আলম, দপ্তর সম্পাদক আবু মুনছুর, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রবিউল হোসেন, ধর্ম সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক সাব্বির খান, ক্রীড়া সম্পাদক মোঃ জামাল উদ্দীন, সাংষ্কৃতিক সম্পাদক ছোটন কান্তি দে (অনিক), মহিলা বিষয়ক সম্পাদিকা শাকিলা সুলতানা এবং নির্বাহী সদস্য মোঃ আবুল কাসেম, মোঃ এরশাদ মিয়া, মোঃ জহিরুল ইসলাম, মোঃ নাজমুল হোসেন ও মোঃ মহিউদ্দিন।

সদ্য নির্বাচিত সভাপতি মো: জামাল উদ্দীন শপথ গ্রহণ শেষে তার অনুভূতি প্রকাশ করে চুয়েটনিউজ২৪ কে বলেন-“আলহামদুলিল্লাহ। দীর্ঘদিনের চাকরি সূত্রে আমি পঞ্চমবারের মত সভাপতি নির্বাচিত হয়েছি। যারা আমাকে নির্বাচিত করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উদ্দেশ্য হলো কর্মচারি দের ন্যায্য দাবি গুলো তুলে ধরা। আশা করি কর্তৃপক্ষ, সাধারণ শিক্ষার্থী এবং সমিতির  সবাই আমার পাশে থাকবে। আল্লাহ তায়ালার কাছে সার্বিক সহায়তা চাচ্ছি যেন এই দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি। “

উল্লেখ্য, গত ২২ এপ্রিল নতুন কমিটি গঠনের লক্ষ্যে উক্ত সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম আজ নতুন পদপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *