চুয়েটনিউজ২৪.ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মহাকাশ ও রোবোটিকস গবেষণাধর্মী সংগঠন এন্ড্রোমিডা স্পেস এন্ড রোবোটিকস রিসার্চ অর্গানাইজেশন (এসরো) -এর দ্বাদশ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সজীব কুমার কর ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আহমেদ তালাল ওয়াজিহ।
সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ইন্সটিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির, তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ফাহিম মাহমুদ এবং প্রভাষক আজমল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন এসরো’র প্রতিষ্ঠাতা ইনসান আরাফাত জামিলসহ বিদায়ী কমিটির আরও অনেকে।
নব মনোনীত কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদকের পাশাপাশি সহ-সভাপতি হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আদিদ রহমান, সাংগঠনিক সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী কৌশিক দাস উষ্ণ এবং অর্থ সম্পাদক হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী শুভ আহমেদ।
এসরোর নবনির্বাচিত সভাপতি সজীব কুমার কর বলেন, এসরো সবসময়ই প্রকৌশলভিত্তিক চ্যালেঞ্জ নিয়ে কাজ করার কারণে পরিচিত। আমাদের লক্ষ্য হলো মহাকাশ ও রোবোটিক্স গবেষণার সীমানা অতিক্রম করে সাহসী চিন্তাধারাকে বাস্তবে রূপ দেওয়া। একতাবদ্ধ আবেগ ও প্রচেষ্টার মাধ্যমে আমরা এসরোকে নতুন উচ্চতায় নিয়ে যাবো এবং অনুজদের উদ্ভাবননির্ভর কাজে অনুপ্রাণিত করবো।
সাধারণ সম্পাদকের বক্তব্যে আহমেদ তালাল ওয়াজিহ বলেন, এসরোর নতুন দায়িত্ব গ্রহণ করা আমার জন্য এক বিশেষ সুযোগ ও অনুপ্রেরণার উৎস। আগের কমিটি যে মান ধরে রেখেছে, আমরা তা বজায় রাখার পাশাপাশি আরও নতুন সাফল্য অর্জনের চেষ্টা করব। আশা করি, আমাদের ক্লাব প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও গৌরবান্বিত করবে।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানের আরেকটি অন্যতম কার্যক্রম ছিল এসরোর দুটি স্বাক্ষরিত প্রকল্প, টেলিস্কোপ এবং রকেট (ভেগা-১) উদ্বোধন। চুয়েটের উপাচার্য এসরোর এই দুইটি প্রকল্প উদ্বোধন করেন ও শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন।