চুয়েটে বাস্তব সমস্যার সৃজনশীল সমাধান প্রতিযোগিতা

জারীন তাসমীন সাবা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো আয়োজিত হলো কেসভিত্তিক প্রতিযোগিতা “ক্যাসকেড ১.০”। গত ১৯ জুলাই (শনিবার) বিশ্ববিদ্যালয়টির আইটি ইনকিউবেটর ভবনের মিলনায়তনে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অত্র বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের পরিচালিত সংগঠন “এএসএমই চুয়েট ছাত্র শাখা”-র উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ৩৩টি দল অংশগ্রহণ করে। প্রাথমিকভাবে অনলাইন উপস্থাপনার মাধ্যমে যাচাই-বাছাই শেষে শীর্ষ ১০টি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল বাস্তবভিত্তিক সমস্যা শনাক্ত করে তার সৃজনশীল সমাধান উপস্থাপন করা।

চূড়ান্ত রাউন্ড শেষে বিজয়ী হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দল “ইট ওয়াজ এক্সপেকটেড”, যারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলের সদস্য ছিলেন আব্দুর রহমান, মো. ফাহাদ উল্লাহ, মালিহা আলম ও শিয়াম ইবনে শোহারাব। প্রথম রানারআপ হয় কুয়েটের দল “টিম স্ট্যামিনা” এবং দ্বিতীয় রানারআপ হয় আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সম্মিলিত দল “টিম অব স্টিল”। প্রতিযোগিতার বিজয়ী তিনটি দলকে সম্মাননা সনদসহ মোট পঁচাত্তর হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিচারক প্যানেলের মধ্যে ছিলেন ইউনিলিভার বাংলাদেশের বিপণন বিভাগের ব্যবস্থাপক রাফিকুল হাসান, ইস্ট ডেটা-র সহকারী ব্যবস্থাপক মাদিহা সুমাইয়া তাহসিন, কার্বুননের প্রধান নির্বাহী রাশেদুল ইসলাম, ডেকাথলনের সাবেক পরামর্শক আবদুল্লাহ আববাফি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল্লাহ মুশফিক এবং ম্যারিকোর প্রযুক্তি বিভাগের ব্যবস্থাপক নাফিস হাসান।

অংশগ্রহণকারী লাস্ট মিনিট দলের সদস্য মৌমিতা দত্ত প্রিয়া বলেন,‌ “আমরা একদম শেষ মুহূর্তে প্রস্তুতি নিই, তারপরও অংশ নিতে পেরে খুব ভালো লেগেছে। আয়োজনটা খুবই সুন্দর ছিল। আয়োজকরা অনেক আন্তরিক ছিল, সুন্দরভাবে যত্ন নিয়েছে আমাদের। এটা তাদের প্রথম আয়োজন হলেও খুবই গুছানো ও সার্থক হয়েছে। এমন আয়োজনে ভবিষ্যতেও অংশ নিতে আগ্রহী থাকব।”

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও এএসএমই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জামান উল ইসলাম। তিনি প্রতিযোগীদের চিন্তাশীলতা, বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতার প্রশংসা করেন।

এএসএমই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি অনুরাগ নন্দী বলেন, “ক্যাসকেড ১.০ ছিল আমাদের প্রথম জাতীয় পর্যায়ের আয়োজন। ঢাকার বাইরে থেকেও একটি মানসম্পন্ন প্রতিযোগিতা আয়োজন করে আমরা গর্বিত। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার ইচ্ছা আমাদের রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *