চুয়েট এএসএমই কর্তৃক আয়োজিত হলো ক্যারিয়ার ভিত্তিক কনফারেন্স ক্যাসকেড ১.০

আকিফা মঞ্জুর :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এএসএমই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে অনুষ্ঠিত হলো “ক্যাসকেড ১.০”–এর অংশ হিসেবে “ক্যারিয়ার টক অ্যাট ক্যাসকেড” সেশন। আজ ১১ জুলাই (শুক্রবার) চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটর ভবনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

চুয়েটের শিক্ষার্থীদের কর্মজীবন সম্পর্কিত প্রস্তুতি ও দিকনির্দেশনা দিতে আয়োজিত এই সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এস আর এম গ্রুপের হিউম্যান রিসোর্স প্রধান মো. ওহেদুজ্জামান, ইএসএবি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের রিজিওনাল ম্যানেজার একেএম সাইফুল ইসলাম, বিএসআরএম স্টিলস মেলটিং-১ এর সিনিয়র প্রকৌশলী অপু দেবনাথ, অশোক লেল্যান্ড লিমিটেড (বাংলাদেশ)-এর প্রোডাক্ট হেড উৎস ঘোষ দীপ্ত এবং রেকিটের মেইনটেন্যান্স অফিসার আসিফ আল আরাফাত।

উক্ত সেশনে কেএসআরএম গ্রূপের হিউমান রিসোর্স বিভাগের প্রধান মোহাম্মদ ওহেদুজ্জামান  কর্পোরেট জগতে ক্যারিয়ার গঠনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি অ্যাপটিটিউড, সফট স্কিলস, ব্যবসায়িক মানসিকতা এবং শিল্পপ্রয়োগিক দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, যা একজন শিক্ষার্থীকে পেশাগত জীবনে সফল করে তুলতে সহায়তা করে।

বি এস আর এম এর সিনিয়র প্রকৌশলি অপু দেবনাথ কর্মপরিবেশের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ এবং পেশাগত জীবনে এর প্রয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তরুণ প্রকৌশলীদের জন্য বাস্তব কাজের পরিবেশ, প্রযুক্তিগত দক্ষতা এবং কর্পোরেট সংস্কৃতি সম্পর্কে মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক, অধ্যাপক ড. সানাউল রাব্বি পাভেল এবং প্রভাষক প্রতীক চন্দ্র ঘোষ।

যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বি পাভেল তার বক্তব্যে শিক্ষার্থীদের সময়ের মূল্য বোঝার এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনের পরামর্শ দেন। তিনি বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে বাস্তবমুখী প্রস্তুতি নিতে সাহায্য করে।” তিনি এএসএমই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার -কে এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের একাডেমিকের পাশাপাশি এসব কার্যক্রমেও সক্রিয় থাকার আহ্বান জানান।

এএসএমই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের  সভাপতি অনুরাগ নন্দী বলেন ,”ক্যাসকেড ১.০ চুয়েট ও চুয়েটের বাইরে সকল প্রকৌশল শিক্ষার্থীর জন্য একটি নতুন প্ল্যাটফর্ম । কেস কম্পিটিশন এর মত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রযুক্তির সহায়তায় সমাধান দিতে পারবে । এছাড়া এতে ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টদের উপস্থিতিতে  যন্ত্রকৌশল শিক্ষার্থীদের জন্য একটি ইন্ডাস্ট্রিয়াল এক্সপোর আয়োজন হচ্ছে। যা সমাপনী বর্ষের শিক্ষার্থীদের চাকরি জীবনের জন্য  অত্যন্ত সহায়ক হবে বলে আমরা আশাবাদী।”

যন্ত্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাদিয়া জামান বলেন, চুয়েট ক্যাসকেড ১.০ সত্যিই অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কথা শুনে অনেক কিছু শেখার ছিল, আর নতুন নতুন মানুষের সাথে মেশারও ভালো সুযোগ হয়েছে।”

উল্লেখ্য, ক্যাসকেড ১. ০ একটি জাতীয় পর্যায়ের প্রযুক্তি-ব্যবসা ভিত্তিক প্রতিযোগিতা ও ক্যারিয়ার উন্নয়নমূলক ইভেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *