চুয়েট এসিআইয়ের নতুন সভাপতি লাবিব, সম্পাদক রামিম

গোলাম মোস্তফা তানিম:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিশ্বের অন্যতম শীর্ষ কংক্রিট গবেষণা প্রতিষ্ঠান আমেরিকান কনক্রিট ইন্সটিটিউট (এসিআই) এর স্টুডেন্ট চ্যাপ্টারের ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি  নির্বাচিত হয়েছেন চুয়েটের পুরকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আসহাব লাবিব ও সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী কাজী রামিম।

আজ ৭ই মে (বুধবার) বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি জোহায়ের মাহতাব। 

প্রতিবছর ন্যায় এবারও এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েটের সদস্যদের প্রত্যক্ষ ভোটে এক বছরের জন্যে সংগঠনটির কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে জানা যায়। সর্বমোট ১৯ জনের উক্ত কমিটিতে ২০ ব্যাচ থেকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন, দেবাশীষ বিশ্বাস এবং নুজহাত জাহান ও জনসংযোগ সম্পাদক হিসেবে নির্বাচির হন নিজাম আব্দুল্লাহ তওসিফ। এছাড়াও চুয়েটের ২১,২২ ও ২৩ ব্যাচ থেকে বিভিন্ন পদে কমিটির সদস্যরা নির্বাচিত হন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার, এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের অনুষদ উপদেষ্টা অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম, পুরকৌশল বিভাগের প্রভাষক মোহাম্মদ আসিফুর রহমান মাহিন ও মো: মেরাজুল ইসলাম।

নতুন কমিটি ঘোষণার পাশাপাশি উক্ত অনুষ্ঠানে এসিআইয়ের উদ্যোগে আয়োজিত “ইকো কনক্রিট” প্রতিযোগিতার  বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। একই সাথে বিদায়ী কমিটির সদস্যদেরকেও সম্মাননা স্মারক প্রদান করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

নবনির্বাচিত সভাপতি আসহাব লাবিব চুয়েটনিউজ২৪ কে জানান, আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় নতুন কমিটি গঠিত হয়েছে। এই কমিটি আগের ধারাবাহিকতা ধরে রেখে এসিআই চ্যাপ্টারকে আরও গতিশীল ও কার্যকর একটি প্ল্যাটফর্মে পরিণত করতে কাজ করবে সেই আশাবাদ ব্যক্ত করছি।

সংগঠনটির অনুষদ উপদেষ্টা অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম বলেন, প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করণের লক্ষ্যে অত্র সংগঠনটি কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু পুরস্কার অর্জনের মাধ্যমে এ সংগঠন গৌরবময় সাফল্য বয়ে এনেছে। আশা নতুন কমিটিও তাদের কাজের ধারাবাহিকতা বজায় রাখবে এবং এ সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবে।

প্রধান অতিথির বক্তব্যে অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার এখন একটি পরিচিত প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠার  পর থেকেই একাধিক প্রতিযোগিতায় এসসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট সফলভাবে অংশ নিয়ে মর্যাদা ও খ্যাতি অর্জন করেছে। এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আমি এই সফল অগ্রযাত্রা অব্যাহত থাকুক সেই কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *