শুরু হলো পদার্থবিজ্ঞানের আন্তর্জাতিক সম্মেলন: গবেষকদের পদচারণায় মুখরিত চুয়েট

মো.ফাহিম রেজা :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হয়েছে ৬ষ্ঠ আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান বিষয়ক সম্মেলন- “6th International Conference on Physics for Sustainable Development and Technology (ICPSDT)-2025 “। চুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগ কর্তৃক দুইদিন ব্যাপী আয়োজনের  প্রথম দিন ছিল আজ।

আজ সকাল ১০ টায় চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনটির সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং চুয়েটের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন। পদার্থবিজ্ঞান বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এইচ. এম. এ. আর. মারুফ উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও সম্মেলনের সম্পাদক অধ্যাপক ড. অনিমেশ কুমার চক্রবর্ত্তী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়েট উপাচার্য বলেন, ভবিষ্যতের প্রযুক্তিগত অগ্রগতি, নবায়নযোগ্য শক্তি, পরিবেশবান্ধব জ্বালানী, উন্নত উপকরণ এবং প্রযুক্তিগত উদ্ভাবনের জন্য যে মৌলিক জ্ঞানের প্রয়োজন-তা পদার্থবিজ্ঞান থেকেই সম্ভব। কোনো জটিল প্রকৌশল সমস্যা পদার্থবিজ্ঞানের মৌলিক জ্ঞান ছাড়া সমাধান করা সম্ভব নয়। আপনি যদি প্রকৌশলবিদ্যায় উৎকর্ষ চান, তবে পদার্থবিজ্ঞান অধ্যয়ন অপরিহার্য। চুয়েটের পদার্থবিজ্ঞানকে এমন আয়োজনের জন্য সাধুবাদ জানাই ও এ ধারা অব্যাহত থাকবে সে কামনা করি।

উদ্বোধনী পর্বের শেষে শুরু হয় প্রবন্ধ উপস্থাপন।  দেশ-বিদেশ থেকে আগত বিভিন্ন অতিথিরা মূল ও আমন্ত্রিত প্রবন্ধ উপস্থাপন করেন। এর পরপরই শুরু হয় কারিগরি প্রবন্ধ উপস্থাপন। চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটরে নির্বাচিত ২৭৪ টি গবেষণা পত্রের মধ্যে প্রায় ২৫০ টি গবেষণাপত্র তালিকাভুক্ত করা হয়। তারপর দিনব্যাপী চলে এসব গবেষণা প্রবন্ধ উপস্থাপন কার্যক্রম। 

সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জিত বিশ্বাস বলেন, এ সম্মেলনে  উপস্থিত হয়ে আমি খুবই উচ্ছ্বাসিত। এটি আমার জন্য প্রথমবারের মতো কোন সম্মেলনে অংশগ্রহণ করা। এখানে এসে আমি নিজের চিন্তাগুলো কোন অন্যের কাছে তুলে ধরতে পারছি পাশাপাশি অন্যরা কি ধরনের চিন্তা করছে তাও আমি জানতে পারছি। সব মিলে আজকের অনুষ্ঠানটি খুবই চমৎকার লেগেছে। 

এ সম্মেলনের সভাপতি চুয়েট পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর এইচ এম এ আর মারুফ তার অনুভূতি প্রকাশ করে বলেন, চুয়েট পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে আমাদের এই আন্তর্জাতিক সম্মেলন প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হয়।  ২০১৫ সালের পর থেকে আমরা নিয়মিতভাবেই এই কনফারেন্স করে আসছি। প্রতিবারের ন্যায় এবারও দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্য গবেষক, শিক্ষক এবং শিক্ষার্থী এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। সবাই তাদের গবেষণা এবং তাদের ধারণাগুলো সবার সাথে বিনিময় করছে। আমরা সবগুলো প্রবন্ধ সরাসরি উপস্থাপনার  ব্যবস্থা করেছি। আশা করছি আমাদের এই কার্যক্রম নিয়মিত চলমান থাকবে। 

জানা যায়, অনুষ্ঠানের দ্বিতীয় দিন আগামীকাল চলবে পোস্টার উপস্থাপন, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য ও গবেষণাপত্র উপস্থাপন। দিনব্যাপী অনুষ্ঠান শেষে আয়োজিত হবে পুরস্কার বিতরণী ও সমাপনী পর্ব। সেরা উপস্থাপকদের পুরস্কার এবং সার্টিফিকেট এবং অতিথিদের সম্মাননা  প্রদানের মাধ্যমে পর্দা নামবে আন্তর্জাতিক এ সম্মেলনটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *