মিছিল মিটিংয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে চুয়েট ছাত্রলীগের ক্লাশ বর্জন

মিটিং, মিছিল, সমাবেশ করা সহ ব্যানার, পোস্টার লাগানোর উপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞার প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল রবিবার ক্লাশ বর্জনের আহ্বান জানায় চুয়েট ছাত্রলীগ। গত শনিবার রাত ১০টার দিকে বিভিন্ন হলে নোটিশের মাধ্যমে এ ঘোষণা দেয়। নোটিশে ক্লাশ বর্জনের কারন হিসেবে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়।এ প্রক্ষিতে রবিবার শিক্ষার্থীদের ক্লাসে দেখা যায় নি । এ ব্যাপারে চুয়েট ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান পাভেল বলেন, এ প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচির উপর সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য চুয়েট প্রশাসনকে আহ্বান জানাচ্ছি’।

অপরদিকে চুয়েট ছাত্রকল্যাণ পরিচালক ড. অশুতোষ সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ছাত্রলীগের নোটিশের প্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করেনি, ক্লাশ বর্জনের অন্য কারণ থাকতে পারে।’

উল্লেখ্য ২০১১ সালের ১৬ মার্চ থেকে উক্ত নিষেধাজ্ঞা জারি আছে।

তারিখ ২৬.১০.১৪