চুয়েটনিউজ২৪ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাষা ও সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত হচ্ছে ব্যতিক্রমধর্মী অনলাইন গল্প প্রতিযোগিতা-“নতুন কলমে তিন গোয়েন্দা”। জনপ্রিয় শিশু-কিশোর সাহিত্যিক রকিব হাসানের অমর সৃষ্টি তিন গোয়েন্দা সিরিজের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানা যায়।
আরও জানা যায়, গত ২৫ অক্টোবর(শনিবার) থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আয়োজকরা জানান, চুয়েটসহ দেশের সকল শিক্ষার্থীর জন্য প্রতিযোগিতাটি উন্মুক্ত। অংশগ্রহণকারীরা নির্ধারিত দুটি সূচনাংশের যেকোনো একটি বেছে নিয়ে নিজেদের কল্পনা ও লেখনীর মাধ্যমে গল্প সম্পূর্ণ করে জমা দিতে পারবেন। গল্প জমা দেওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। অংশগ্রহণকারীরা
ভাষা ও সাহিত্য সংসদের ফেসবুক পেজ থেকে প্রচারিত নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে লেখা জমা দিবেন।
এদের মাঝে সেরা দুইজন লেখককে প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার। জমা দেওয়া গল্পগুলোর মূল্যায়ন শেষে অনলাইনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে শেষ তারিখের এক সপ্তাহ পর।
এ বিষয়ে ভাষা ও সাহিত্য সংসদের সভাপতি উম্মে মাবরুরা উমামা চুয়েটনিউজ২৪-কে জানান, “নতুন কলমে তিন গোয়েন্দা প্রতিযোগিতাটি আমাদের প্রজন্মকে নস্টালজিক করে তোলার এক ভিন্নধর্মী প্রয়াস। রকিব হাসান ছিলেন আমাদের শৈশব-কৈশোরের এক অবিচ্ছেদ্য অংশ, যিনি আমাদের তিন গোয়েন্দার জগতে প্রবেশ করিয়েছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই আমাদের এই বিশেষ উদ্যোগ।”