চুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পপ্রযুক্তি উৎসব

জারীন তাসমীন সাবা :

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ আয়োজিত হতে যাচ্ছে “এমআইই ইন্ডাস্ট্রিয়াল টেক কার্নিভাল ২০২৫”। আগামী ১৭ ও ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হবে দুইদিনব্যাপী এই উৎসবের।

এই উপলক্ষে আজ এক সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, “এই উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে শিল্প টেকাথন এর উপর জাতীয় প্রতিযোগিতা যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। প্রযুক্তিনির্ভর এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও বাস্তব প্রয়োগযোগীতা প্রদর্শনের সুযোগ পাবেন বলেও জানানো হয়।

আয়োজনের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে “ইন্ডাস্ট্রি ৪.০ ফর গার্মেন্টস” শীর্ষক একটি সেমিনার, যা বিশেষ গুরুত্ব বহন করছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন সাউদার্ন আইওটি লিমিটেড-এর সিটিও জনাব মো. আরিফুল ইসলাম।

এছাড়াও উৎসবের অংশ হিসেবে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে একাধিক শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে “সাউদার্ন আইওটি লিমিটেড” এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় প্রযুক্তি প্ল্যাটফর্ম “টেকনোবিডিয়া”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *