মো. গোলাম রব্বানীঃ
বাবাদের দিনকে দিন বয়স বাড়ে আর নিরিবিলি জীবনে, চুপ থাকা নরমে, বেঁচে থাকেন নীরবে । আর ছেলেরা দেখে, শুধু দেখেই যায়, দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলে কেউই জানেনা কী চায়। হয়তো কাঁধ-সমান একটা বিশাল আকাশ যা ছেলের হবে তারই অপেক্ষা করেন-বাবাদের নিয়ে এমনই বলেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী মাশরিফ জামান রাদিব । বটবৃক্ষের ছায়ার মতো সন্তানের এগিয়ে চলায় যার থাকে নীরব ভুমিকা তিনিই বাবা। বাবার আদর্শ মূল্যবোধ, চিন্তাচেতনা ভুমিকা রাখে সন্তানের বেড়ে উঠাতে। সন্তানের প্রতি বাবার ভালোবাসা চিরকালের।

আজ ১৮ জুন, বিশ্ব বাবা দিবস।
জন্মলগ্ন থেকে পিতার কাঁধে পুত্র মাথা রেখে বড় হয়। নানান চড়াই উৎরাই পেরিয়ে এগিয়ে যায় বাবারা, এগিয়ে নেয় নিজ সন্তানকে। বয়সের সংখ্যা যত বাড়তে থাকে ঘটনা পরিক্রমা তার বিপরীত হতে থাকে। বৃদ্ধ বয়সে পিতা তার ক্লান্ত মনকে নেতিয়ে দেয় সন্তানের দ্বারে। তিল তিল করে গড়ে তোলা স্বপ্নগুলো দেখতে চায় সন্তানের মাঝে। হয়তো তেমনি সন্তানের কাঁধে পিতার স্বপ্নও বয়ে চলে অবিরাম গতিতে। উপরিউক্ত সকল ভাব বহন করে এমন একটি স্থির চিত্র ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।

গতকাল শনিবার(১৭ জুন) চুয়েট কুয়েট রুয়েট তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা একযুগে অনুষ্ঠিত হয়েছে । এ সময় চুয়েট কেন্দ্রে আগত একজন পিতা ও পুত্রের ছবি তোলেন তড়িৎ কৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাশরিফ জামান রাদিব। যেখানে পিতা তার ক্লান্ত শরীর নেতিয়ে পুত্রের কাঁধে মাথা রেখেছেন। যে ছবিতে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

পিতার স্বপ্ন বয়ে বেরায় পুত্রের কাঁধে মর্মে মুহুর্তেই ভাইরাল হয় ছবিটি। প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা চলাকালীনে রাদিব চুয়েট ক্যাম্পাসে আগত পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সহ বিভিন্ন মুহূর্তের ঘটনা প্রবাহকে তুলে ধরতে বেশ কয়েকটি ছবি তার ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন। যা প্রশংসা কুড়িয়েছে নেটিজনদের। ইতিমধ্যে ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে তার এ ছবি প্রচার করা হচ্ছে। প্রশংসায় ভাসিয়ে মন্তব্য করেছেন নেটিজনরা।

মাশরিফের তোলা ছবিটি সম্পর্কে তিনি বলেন,”আমি বরাবরের ন্যায় এবারের ভর্তি পরীক্ষাতেও কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তকে তুলে ধরার জন্য অনেক ছবি তুলি। সেখানে একজন বাবা ও ছেলের এই ছবিটিও ছিলো। আমি ভাবি নি এটা এতে দ্রুত বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পরবে। অনেকে প্রশংসা করছে। তবে এমন বিষয় আমায় সামনে ভালে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। ”